Advertisment

Sunita Williams: বড়সড় বিপদে সুনিতা উইলিয়ামস! বিরাট আপডেট নাসার

Sunita Williams: জুন থেকে আইএসএস-এ আটকে আছেন সুনিতা উইলিয়ামস। তার সহকর্মী বুচ উইলমোরের সাথে জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রয়েছেন তিনি । দুজনেই ১৫০ দিনেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Sunita Williams

সুনিতাকে পৃথিবীর কক্ষপথের বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে

Sunita Williams:  বড়সড় বিপদে সুনিতা উইলিয়ামস! ইন্টারন্যাশানাল স্পেস স্টেশনে ধরা পড়েছে বিরাট ফাটল। তড়িঘড়ি সেগুলি বন্ধ না করলে অত্যন্ত শক্তিশালী মহাজাগতিক রশ্মি ও নানা ধরনের ক্ষতিকারক মহাজাগতিক বিকিরণ ঢুকে পড়তে পারে মহাকাশ স্টেশনে।

Advertisment

বহু বছর ধরে আইএসএসে সামান্য ফাটল ছিল যা এখন ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। নাসার এক রিপোর্ট অনুসারে স্পেস স্টেশনে ফাটলের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। যার কারণে সুনিতা উইলিয়ামস সহ বিপদের মুখে রয়েছেন নাসার ১১ জন মহাকাশচারী। 

সম্প্রতি একটি তদন্ত রিপোর্ট ফাঁস হয়েছে। যাতে উল্লেখ করা হয়েছে বিপদের মুখে আইএসএস। পাশাপাশি মহাকাশচারীও নিরাপদ নয় বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

মিড রেঞ্জের বাজেটে পান iPhone 15! অবিশ্বাস্য অফার চমকে দেবে

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী এখন নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন। আসলে, বহু বছর ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সামান্য ফাটল ছিল, যা এখন অনেকটাই বেড়েছে। জানা গেছে, এই ফাটলের সংখ্যা ৫০টির বেশি হয়ে গেছে, যার কারণে বিপাকে পড়েছেন সুনিতা। 

রাশিয়াও সতর্ক করেছে যে পৃথিবীর কক্ষপথের ল্যাবে মাইক্রো ভাইব্রেশন ঘটছে। একই সময়ে, নাসা জানিয়েছে যে মহাকাশ স্টেশন থেকে প্রচুর পরিমাণে বাতাস বেরিয়ে আসছে। যার ফলে যে কোন সময়ে বড়সড় বিপদ সৃষ্টি হতে পারে। তবে মহাকাশচারীদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে নাসা। সমস্যাটির আসল কারণ কী তা নিয়ে রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস এবং নাসা একমত হয়নি।

jio-এর ৬৬৬ প্ল্যানকে জোর টেক্কা, মাত্র ১৯৭ টাকার ঝলক BSNL-এর, চমকে উঠল সকলে

সুনিতা উইলিয়ামস তার সহকর্মী বুচ উইলমোরের সাথে জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) রয়েছেন । দুজনেই ১৫০ দিনেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন। উভয় মহাকাশচারী ৫ জুন বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে যাত্রা করেন এবং ৬ জুন আইএসএস-এ পৌঁছেন। কিন্তু মহাকাশ যানে ত্রুটির কারণে নির্ধারিত সময়ে তারা পৃথিবীতে ফিরে আসতে পারেন নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে তারা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে এতদিন মহাকাশ স্টেশনে থাকা সুনিতা উইলিয়ামসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বহুবার। তবে তার স্বাস্থ্যের তথ্য দিয়ে ফের স্বস্তির খবর দিল নাসা। মহাকাশে উপস্থিত সকল মহাকাশচারী নিরাপদ বলে জানিয়েছে নাসা। সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে নতুন ছবি শেয়ার করেছেন। যা দেখে তাকে বেশ সুস্থ ও প্রাণবন্ত বলেই মনে করা হচ্ছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)রোবোটিক প্রযুক্তি নিয়ে কাজ চালাচ্ছেন। নাসার তরফে প্রকাশিত নতুন  ছবিতে, সুনিতাকে পৃথিবীর কক্ষপথের বাইরের দিকে তাকিয়ে থাকতে দেখা গেছে।

sunita-williams
Advertisment