/indian-express-bangla/media/media_files/2025/04/02/gfVsHiKzg7apheIMi0pg.jpg)
'চোখ জুড়িয়ে যাবে'! মহাকাশ থেকে ভারত দেখার অনুভূতি তুলে ধরলেন সুনিতা
Sunita Williams India from space: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়? ভেবে দেখেছেন কখনও? আর সেই মহাকাশ থেকে হিমালয়কে চোখে দেখার অনুভূতিটাই বা ঠিক কী রকম? এই সব প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। মহাকাশ থেকে ফিরে আসার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলনে সুনিতা বলেন, 'আমি খুব তাড়াতড়ি ভারতে আসছি, মহাকাশ থেকে হিমালয় দেখা এক অসাধারণ অভিজ্ঞতা'।
মহাকাশ থেকে ভারতকে দেখতে ঠিক কেমন লাগে? অনেকের মনেই এই প্রশ্নটা মাঝে মধ্যেই উঁকি দিয়ে যায়। এই একই প্রশ্ন উঁকি দিয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মনেও। তিনি এই প্রশ্নটা আর নিজের মধ্যে চেপে রাখতে পারেন নি। সরাসরি মহাকাশচারী রাকেশ শর্মার সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এই প্রশ্নটি তাঁকে করেই ফেলেন। উত্তরে রাকেশ শর্মা ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, 'পুরো পৃথিবীর চেয়েও সুন্দর'। এবার আবারও এই প্রশ্নের ঠিক একই রকম উত্তর দিয়েছেন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস।
৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকার পর সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছেন। পৃথিবীতে ফিরে আসা নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস মহাকাশ থেকে আমাদের ভারতকে কেমন দেখায় তার উত্তরে বলেন, "মহাকাশ থেকে ভারতকে দেখা এক অনন্য অভিজ্ঞতা। তিনি আরও বলেন, 'খুব শীঘ্রই তিনি অবশ্যই ভারতে আসবেন'।
মহাকাশ থেকে ফিরে আসার পর মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করেন ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে সুনিতা তার সহকর্মী বুচ উইলমোর এবং নিক হেগের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ভারত দেখার অভিজ্ঞতা কেমন ছিল? উত্তরে সুনিতা জানান, 'ভারত অসাধারণ। আমরা যখনই হিমালয়ের উপর দিয়ে যেতাম, বুচ হিমালয়ের অসাধারণ ছবি তুলে ফেলত। মহাকাশ থেকে হিমালয়ের দৃশ্য সত্যি অসাধারণ'। তিনি বলেন, "যতবারই আমরা হিমালয়ের উপর দিয়ে গিয়েছি, ততবারই অবিশ্বাস্য দৃশ্যের সাক্ষী থেকেছি। হিমালয়কে একটি বিশাল ঢেউয়ের মতো দেখায়, যা ভারতের কোলে ঢলে পড়েছে বলে মনে হয়।" কিছুটা আবেগপ্রবণ হয়ে সুনিতা বলেন, আমি অবশ্যই ভারতে যাব এবং সেখানকার মানুষের সাথে দেখা করব। ভারত একটি মহান দেশ এবং দারুণ গণতন্ত্র রয়েছে'। উল্লেখ্য গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে সুনীতার পৈতৃক ভিটে। পাশাপাশি এদিন সুনিতা নাসার আসন্ন অ্যাক্সিয়ম মিশন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
India is indeed incredible even from Space🇮🇳
— Rushikesh Patel (@irushikeshpatel) April 1, 2025
Must Watch: How Sunita Williams Sees India from Space.. #SareJahanSeAchapic.twitter.com/daKJc4E6WA
সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ২৭৮ দিন মহাকাশে কাটিয়ে ১৯ মার্চ পৃথিবীতে ফিরে আসেন। সংবাদমাধ্যমের সঙ্গে একান্ত আলাপচারিতায় সুনিতা মহাকাশ থেকে তাঁর ভারত দেখার তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, দিন এবং রাত উভয় সময়তেই ভারতকে দেখা খুবই রোমাঞ্চকর অভিজ্ঞতা। হিমালয় পর্বতমালার উপর দিয়ে যাওয়ার সময় তিনি অবিশ্বাস্যভাবে সৌন্দর্য্যে মোহিত হয়ে যান। বুচ উইলমোর হিমালয়ের অনেক চমৎকার ছবিও তুলেছিলেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত মহাকাশ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং তিনি এই অগ্রগতিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে চান। তিনি ISRO-এর সাফল্যের প্রশংসা করেন এবং Axiom মিশনে ভারতের অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেন।
ভারত সফর সম্পর্কে সুনীতা উইলিয়ামস বলেন, তিনি ভারতীয় মহাকাশ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুভাংশু শুক্লা গগনযান মিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং শীঘ্রই তিনি আরেকটি মহাকাশ মিশন অ্যাক্সিওম-৪-এর অধীনে মহাকাশে উড়তে চলেছেন। ভারতীয় মহাকাশ অভিযানের প্রতি তাঁর অভিজ্ঞতা এবং প্রশংসা ISRO এবং ভারতের মহাকাশ প্রচেষ্টায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলেই আশা বিজ্ঞানীদের।
পৃথিবীতে ফিরে আসার পর প্রথম কী করতে চেয়েছিলেন সুনিতা? প্রথম কী খাবারই খেয়েছিলেন, তিনি সেটাও জানিয়েছন অকপটে। নাসার মহাকাশচারী জানিয়েছেন, আমি আমার স্বামী এবং আমার কুকুরদের জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমার বাবা নিরামিষভোজী ছিলেন, তাই যখন আমি বাড়ি ফিরেছিলাম তখন আমি একটি সুন্দর গ্রিলড চিজ স্যান্ডউইচ খেয়েছিলাম যেটা আমার কাছে ছিল এক কথায় অপূর্ব।