Advertisment

আজ রাতেই দশকের সেরা প্রাপ্তি! সাক্ষী থাকতে মহাকাশপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ

জায়গাভেদে কাল সকালেও নির্দিষ্ট সময়ে দেখা যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Super Blue Moon

যখন চাঁদ পৃথিবীর নিকটতম বিন্দু (পেরিজি)-তে পৌঁছয়, তখন এটি একটি সুপার মুনের শ্রেণিভুক্ত হয় (চিত্রঋণ: Pixabay)

মহাকাশপ্রেমীদের কাছে আগস্টেই আরেকটি সুখবর! বছরের সবচেয়ে বিরাট আকারের চন্দ্র চলতি মাসেই দ্বিতীয়বার দেখা যাবে। যা সুপার ব্লু মুন নামেও পরিচিত। পৃথিবীতে অবস্থানের ওপর নির্ভর করে কেউ ৩০, কেউবা ৩১ আগস্ট এই সুপার ব্লু মুন দেখতে পাবেন।

Advertisment

'ব্লু মুন'

নাম ব্লু মুন হলেও, চাঁদ কিন্তু নীল দেখাবে না। বরং, 'ব্লু মুন' শব্দটি একমাসের মধ্যে দ্বিতীয়বার পূর্ণিমাকে বোঝায়। এটা এই মাসের দ্বিতীয় পূর্ণিমা। তাই একে ব্লু মুন বলছে। এটি বছরের প্রথম সুপার ব্লু মুন। কারণ, চাঁদ এবার পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে- ৩৫৭,৩৪৪ কিলোমিটার দূরত্বে। আরও উল্লেখযোগ্য ব্যাপার হল, শনিও চাঁদের ওপরের অংশ থেকে (প্রায় পাঁচ ডিগ্রি ওপরে) একটি উজ্জ্বল বিন্দু হিসেবে দৃশ্যমান হবে।

ভারতে কখন দেখা যাবে?

রিপোর্ট অনুযায়ী, ৩০ আগস্ট প্রথমবার রাত সাড়ে ৯ টায় সুপার ব্লু মুন দেখা যাবে। আবার ৩১ আগস্ট সকাল সাড়ে ৭টা নাগাদ দেখা যাবে। সুপার ব্লু মুন- সবচেয়ে ভালোভাবে দেখতে ৩০ আগস্ট রাত ৮টা ৩৭ এবং ৩১ আগস্ট সকাল ৬টা ৭-এ জায়গা চিহ্নিত করে অপেক্ষায় থাকার পরামর্শ দিচ্ছেন মহাকাশপ্রেমীরা।

কখন 'সুপার ব্লু মুন' হয়?

চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। আমাদের গ্রহের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথ ধরে চাঁদ ঘোরে। ফলে চাঁদ যখন পৃথিবীর নিকটতম বিন্দুতে পৌঁছয় (যা পেরিজি নামে পরিচিত) তখন এটি একটি সুপার মুন-এর পর্যায়ে পড়ে। পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব হ্রাসের কারণে, চাঁদ নিয়মিত পর্যায় অনুযায়ী তুলনায় বড়, পূর্ণ এবং উজ্জ্বল দেখায়। 'ব্লু মুন' তকমা চাঁদ তখনই পায়, যখন একমাসের মধ্যে দুটি পূর্ণিমা হয়। চাঁদের রঙের সঙ্গে এই 'ব্লু মুন' শব্দের কোনও সম্পর্ক নেই। একটি নিয়মিত পূর্ণিমার তুলনায় সুপার ব্লু মুন প্রায় ১৪ শতাংশ বড় দেখায়।

আরও পড়ুন- নস্টালজিয়ায় মোড়া এই সৌন্দর্য্য অবাক করবে, রূপ কথায় মোড়া গ্রামের ইতিহাস চমকে দেবে

নাসার মতে, প্রতিবছর কয়েকবার একটি 'ব্লু মুন'কে 'সুপার মুন' হিসেবে দেখা যায়। এটি প্রায় এক দশকে একবারই ঘটে। ২০২৩ সালের আগস্টের দ্বিতীয় পূর্ণিমা, যাকে ৩০ আগস্ট (প্রথমবার) এ উপস্থিত হওয়া 'ব্লু মুন' নামেও ডাকা হচ্ছে, একটি 'সুপার ব্লু মুন'-এর যোগ্যতা অর্জন করে। পরবর্তী সুপার ব্লু মুন ২০৩৭ সালের জানুয়ারিতে দেখা যাবে।

ISRO Supermoon moon
Advertisment