Advertisment

Suzuki electric scooter: অনবদ্য মাইলেজের সঙ্গে উপভোগ করুন দারুণ গতি, Suzuki ই-স্কুটারের ফিচার চমকে দেবে!

কবে বাজারে আসছে সুজুকির এই ই-স্কুটার?

author-image
IE Bangla Tech Desk
New Update
GT Drive Pro, GT Drive Pro Electric Scooter, Gt drive pro launch date in india, GT Drive Pro Electric Scooter Price, Gt drive pro price in india, Gt drive pro review, Gt drive pro on road price, GT Force Electric scooter price, GT Drive Plus"

ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে ভারতের জন্য এটি সুজুকির প্রথম মডেল।

Suzuki electric scooter: দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল স্কুটারের তুলনায় বৈদ্যুতিক স্কুটারের দাম কম এবং মানুষ পরিবেশ সম্পর্কেও সচেতন হচ্ছে। পাশাপাশি জ্বালানির দাম বাড়ার ফলে মানুষ আরও বেশি করে ই-স্কুটারের দিকে ঝুঁকেছে। যার কারণে দেশে বৈদ্যুতিক স্কুটারের চাহিদা ক্রমাগত বাড়ছে।

Advertisment

সম্প্রতি, GT Force নামে একটি কোম্পানি তাদের সর্বশেষ GT Drive Pro স্কুটার লঞ্চ করেছে, যা একবার সম্পূর্ণ চার্জে 100 কিলোমিটার রেঞ্জ প্রদান করে ৷ এছাড়াও, এই বৈদ্যুতিক স্কুটারে আপনি প্রতি ঘন্টায় 70 কিলোমিটার গতি পাবেন।

এই জিটি ফোর্স স্কুটারটিতে রয়েছে হ্যাজার্ড ইন্ডিকেটর, ক্রুজ কন্ট্রোল, অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিভার্স মোড, মোবাইল চার্জিং, পার্কিং অ্যাসিস্ট্যান্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্ট বিএমএস-র মতো বৈশিষ্ট্য।

সম্পূর্ণ চার্জে এই স্কুটারের রেঞ্জ 110 কিলোমিটার। এছাড়াও, আপনাকে স্কুটারটিতে একটি 2.5 kwh লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। স্কুটারটিতে 15.7 লিটারের বুটার স্পেস রয়েছে।

আপনি মাত্র 84,555 টাকায় GT Drive Pro স্কুটার কিনতে পারবেন। স্কুটারটির ব্যাটারির উপর ৫ বছর বা ৬০ হাজার কিলোমিটার ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

পাশাপাশি সুজুকি ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে তার নতুন স্কুটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি এই বছরের ডিসেম্বরে তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটারের উত্পাদন শুরু করতে চলেছে।

আরও পড়ুন - < TATA 1.5 Ton Split AC: টাটা নিয়ে এলো নতুন স্প্লিট এসি, ঘরে লাগালেই কমে যাবে বিদ্যুৎ বিল! >

ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে ভারতের জন্য এটি সুজুকির প্রথম মডেল। ভারতীয় বাজারে অন্যান্য বৈদ্যুতিক স্কুটারগুলির মতো, সুজুকি এই স্কুটারটিকে একটি নির্দিষ্ট ব্যাটারি প্যাক সহ আনতে পারে। স্কুটারটি ডিসেম্বর মাসে উৎপাদন শুরু হওয়ার কয়েক মাস পর লঞ্চ করা হতে পারে। স্কুটারটি 2025 সালের প্রথম তিন মাসে লঞ্চ হতে পারে। কোম্পানি প্রতি বছর এই স্কুটারের 25 হাজার ইউনিট উত্পাদন করতে পারে।

ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে। অনেক কোম্পানি এই সেগমেন্টে তাদের মডেল চালু করেছে। সুজুকির এই স্কুটার ওলা, টিভিএসের মতো অনেক কোম্পানিকে কঠিন প্রতিযোগিতায় ফেলতে চলেছে।

Electric scooter Tech News
Advertisment