SwaRail SuperApp: এক ক্লিকেই সব সলিউশন! যাত্রী স্বার্থে বিরাট উদ্যোগ ভারতীয় রেলের

SwaRail SuperApp: এক ক্লিকেই সব সলিউশন! যাত্রী স্বার্থে বিরাট উদ্যোগ ভারতীয় রেলের । 'স্বরেল'-যাত্রী অ্যাপ চালু করল ভারতীয় রেল।

author-image
IE Bangla Tech Desk
New Update
SwaRail SuperApp

এক ক্লিকেই সব সলিউশন! যাত্রী স্বার্থে বিরাট উদ্যোগ ভারতীয় রেলের । Photograph: (ফাইল চিত্র)

SwaRail SuperApp: যাত্রী স্বার্থে বিরাট পদক্ষেপ! ভারতীয় রেল আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে 'SwaRail SuperApp'। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারতীয় রেলওয়ের এই সুপার অ্যাপের মাধ্যমে যাত্রীরা একাধিক পরিষেবার 'ওয়ান-স্টপ' সলিউশান পাবেন। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমের (CRIS) তৈরি এই অ্যাপের বিটা ভার্সনটি ইতিমধ্যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে ডাউনলোডের জন্য উপলব্ধ।'

Advertisment

সোশ্যাল মিডিয়ায় অ্যাপটি চালু করার ঘোষণা করে CRIS জানিয়েছে যে ভারতীয় রেলওয়ে SwaRail SuperApp  চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট, পিএনআর এনকোয়ারি, খাবার অর্ডার, সহ একাধিক পরিষেবার সুবিধা পাবেন। 

ভারতীয় রেলের সুপার অ্যাপ 'SwaRail' ট্রেন ভ্রমণকে আরও সহজ করেছে। এই অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং, ট্রেনের স্ট্যাটাস, প্ল্যাটফর্ম টিকিট, পার্সেল বুকিং থেকে শুরু করে খাবার অর্ডার করা, এখন সবকিছুই একটি অ্যাপ থেকেই করা হবে। এই অ্যাপটি কীভাবে কাজ করবে, কীভাবে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে?  এই অ্যাপটি রেলওয়ের ডিজিটাল পরিষেবা সহজ করে ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা প্রদান করবে।

ব্যবহারকারীরা কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন?

Advertisment

বিটা ভার্সন ব্যবহারকারী যাত্রীরা তাদের অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়া swarrail.support@cris.org.in এই ইমেল ঠিকানায় পাঠাতে পারেন। রেলওয়ে জানিয়েছে যে ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে অ্যাপটি উন্নত করা হবে এবং তারপরে এটি সমস্ত যাত্রীদের জন্য সম্পূর্ণরূপে চালু করা হবে।

'স্বরেল'-এর লক্ষ্য হল রেল যাত্রীদের একটি একক প্ল্যাটফর্মে সমস্ত ডিজিটাল সুবিধা প্রদান করা। এটি একটি দ্রুত, সহজ এবং সুবিধাজনক রেলওয়ে অভিজ্ঞতা প্রদান করবে। আগামী সময়ে, এই অ্যাপে আরও ফিচার যুক্ত করা হবে।  যার মাধ্যমে ট্রেন ভ্রমণ আরও সহজ হবে। 

শীঘ্রই বাজারে আসছে Realme P3 সিরিজ! দারুণ ফিচারের পাশাপাশি পাবেন মন মাতানো ডিজাইন

Indian Rail