Swiggy Instamart: ১০ মিনিটে দুয়ারে iPhone, চমকে দেওয়ার মত নয়া পরিষেবা চালু কলকাতাতেও

Get Iphone in 10 minutes: এখন এই প্ল্যাটফর্মে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং রেডমির মতো ব্র্যান্ডের স্মার্টফোন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

Get Iphone in 10 minutes: এখন এই প্ল্যাটফর্মে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং রেডমির মতো ব্র্যান্ডের স্মার্টফোন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Swiggy Instamart

১০ মিনিটের মধ্যে দুয়ারে iPhone

Swiggy Instamart 10 mints Delivery: ১০ মিনিটের মধ্যে দুয়ারে iPhone, চমকে দেওয়ার মত নয়া পরিষেবা নিয়ে হাজির হল Swiggy Instamart! এখন বাড়ি বসে অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন iPhone,OnePlus, Redmi-এর মত জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্টফোন।  পাশাপাশি ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে বা ১১,৪৯৯ টাকার বেশি অর্ডারে ৫% বা ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়ার এক বিরাট সুযোগ রয়েছে আপনার সামনে। 

Advertisment

Swiggy Instamart ভারতে ১০ মিনিটের স্মার্টফোন ডেলিভারি পরিষেবা চালু করেছে। এখন এই প্ল্যাটফর্মে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস এবং রেডমির মতো ব্র্যান্ডের স্মার্টফোন অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। বর্তমানে এই পরিষেবাটি দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, পুনে, কলকাতা, চেন্নাই, নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ এবং হায়দ্রাবাদে শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে যে শীঘ্রই দেশের  অন্যান্য শহরেও আগামী দিনে এই পরিষেবা সম্প্রসারিত হবে।

এই দুটি ইলেকট্রিক স্কুটার বাজারে সুনামি তুলেছে, বাম্পার সেলের রেকর্ডে গড়ল নয়া নজির

কোম্পানি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে iPhone 16e, Samsung Galaxy M35, OnePlus Nord CE, OnePlus Nord CE 4 Lite এবং Redmi 14C এর মতো স্মার্টফোনগুলি Swiggy Instamart-এ পাওয়া যাবে। কোম্পানির দাবি, এই ফোনগুলি অর্ডার করার মাত্র ১০ মিনিটের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, মটোরোলা, ওপ্পো, ভিভো এবং রিয়েলমির কিছু মডেল দ্রুত ডেলিভারির জন্য উপলব্ধ হবে। এর পাশাপাশি, গ্রাহকরা এই প্ল্যাটফর্মে অর্ডারে পাবেন বড় সড় ছাড়। ICICI ব্যাংকের ক্রেডিট কার্ডে  ১১,৪৯৯ টাকার বেশি অর্ডারে ৫% বা ৪,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

Advertisment

ব্লিঙ্কিট এবং জেপ্টো ইতিমধ্যেই স্মার্টফোনের দ্রুত ডেলিভারি অফার করছে। সম্প্রতি, জেপ্টো অ্যাপলের আইফোন, আইপ্যাড, এয়ারপড এবং অন্যান্য পণ্যের ডেলিভারি শুরু করার ঘোষণা করেছে। ব্যবহারকারীরা লঞ্চ অফার এবং নো-কস্ট ইএমআই বিকল্পও পাবেন। জেপ্টো এক বিবৃতিতে জানিয়েছে যে এই অ্যাপল প্রোডাক্টগুলি মাত্র ১০ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

গত মাসে, ব্লিঙ্কিট নির্বাচিত শহরগুলিতে অ্যাপলের ম্যাকবুক এয়ার, আইপ্যাড, এয়ারপড এবং অ্যাপল ওয়াচ ডেলিভারি শুরু করেছে। এই কোম্পানিটিও মাত্র ১০ মিনিটের মধ্যে পণ্য সরবরাহ করার দাবি করে। এই পরিষেবা প্রাথমিকভাবে দিল্লি এনসিআর, মুম্বই, হায়দ্রাবাদ, চণ্ডীগড়, বেঙ্গালুরু, জয়পুর, চেন্নাই, পুনে, লখনউ এবং কলকাতায় উপলব্ধ।

apple iPhone iphone