ভারতবর্ষে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। দীর্ঘ দূরত্বে যারা ভ্রমণ করেন তারা অনেক সময় ট্রেনে সার্ভ করা খাবার নিয়ে বিস্তর অভিযোগ করে থাকেন। এবার থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের খাবারের সমস্যা মেটাতে বিরাট উদ্যোগ নিল আইআরসিটিসি। অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ সুইগি আইআরসিটিসির সঙ্গে অংশীদারিত্ব করেছে। যার কারণে, এখন ট্রেনে ভ্রমণের সময়ও যাত্রীরা পছন্দের খাবার সরাসরি চলন্ত ট্রেনে তাদের সিটে বসেই পেতে পারেন Swiggy অ্যাপের মাধ্যমে।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন অর্থাৎ আইআরসিটিসি এবং সুইগি পার্টনারশিপে চলন্ত ট্রেনে যাত্রীদের কাছে তাদের পছন্দের খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক বিরাট পদক্ষেপ নিয়েছে। বর্তমানে, এই সুবিধাটি শুধুমাত্র ৪টি স্টেশনে শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম। তবে, আগামী দিনে ভারতের অন্যান্য বড় স্টেশনেও এই সুবিধা চালু হতে চলেছে বলেই জানা গিয়েছে।
ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন ট্রেনে যাত্রীদের উন্নত ও পছন্দসই খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে হাত মিলিয়েছে । IRCTC গত বছরের অক্টোবরে Zomato-এর সঙ্গেও হাত মিলিয়ে অনেক স্টেশনে খাবার বিতরণ পরিষেবা প্রদান করে।
কিভাবে অর্ডার?
যে যাত্রীরা আইআরসিটিসি-এর মাধ্যমে অনলাইনে টিকিট বুক করেন তারা সহজেই ট্রেনে ভ্রমণের সময় আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে তাদের পিএনআর নম্বর এন্টার করে খাবার অর্ডার করতে পারেন। যাত্রীরা একই অ্যাপে রেস্টুরেন্টের নাম, খাবার বা এমনকি তাদের পছন্দের যেকোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন। যাত্রীরা অনলাইনে খাবার বা ক্যাশ অন ডেলিভারির জন্য অর্থ প্রদানের সুবিধা পাবেন।