Advertisment

Swiggy Zomato rises platform fee: অনলাইন খাবার অর্ডার আরও ব্যয়বহুল! ২০ শতাংশ দাম বাড়াল Swiggy, Zomato!

রিচার্জ প্ল্যানের পরে, অনলাইনে খাবার অর্ডার করাও এখন ব্যয়বহুল, Swiggy, Zomato চার্জ বাড়াল, মাথায় হাত মধ্যবিত্তের।

author-image
IE Bangla Tech Desk
New Update
wiggy, Zomato, online food delivery, food delivery app, online food, swiggy charges, zomato charges, food delivery charges, platform fee, what is platform fee, what is food delivery charges"

রিচার্জ প্ল্যানের পরে, অনলাইনে খাবার অর্ডার করাও এখন ব্যয়বহুল, Swiggy, Zomato চার্জ বাড়াল, মাথায় হাত মধ্যবিত্তের।

Swiggy Zomato rises platform fee: রিচার্জ প্ল্যানের পরে, অনলাইনে খাবার অর্ডার করাও এখন ব্যয়বহুল, Swiggy, Zomato চার্জ বাড়াল, মাথায় হাত মধ্যবিত্তের।

Advertisment

ব্যয়বহুল রিচার্জ প্ল্যানের পর এখন আবারও মুদ্রাস্ফীতির জোড় কবলে সাধারণ মানুষ। দেশের শীর্ষস্থানীয় দুটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ তাদের প্ল্যাটফর্ম থেকে খাবারের অর্ডারের ক্ষেত্রে চার্জ বেশ অনেকটাই বাড়িয়েছে। এখন এই দুটি অ্যাপে খাবার অর্ডার করলে আগের চেয়ে ২০ শতাংশ বেশি চার্জ দিতে হবে গ্রাহককে।

Airtel, Jio এবং Vi এই মাসের শুরুতে তাদের মোবাইল প্ল্যানের রেট বাড়িয়েছে। তিনটি টেলিকম সংস্থার রিচার্জ ব্যয়বহুল হওয়ার পরে, এখন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি এবং জোমাটোও জনগণের উপর বোঝা বাড়িয়েছে। এই দুটি ফুড ডেলিভারি অ্যাপই তাদের প্ল্যাটফর্ম চার্জ ২০ শতাংশ বাড়িয়েছে। গত বছর থেকে এখন পর্যন্ত তা বেড়েছে ৩০০ শতাংশ। সুইগি এবং জোম্যাটোর সারা দেশে লক্ষ লক্ষ গ্রাহক রয়েছে।

আরও পড়ুন - < Oneplus Nord 4: প্রত্যাশা ছাপিয়ে গেল! মেটাল বডি, দুর্দান্ত সব AI ফিচার্স, কত ডিসকাউন্ট পাবেন OnePlus Nord 4-এ? >

Swiggy এবং Zomato এখন প্রতি অনলাইন অর্ডারের জন্য ৬টাকা চার্জ নেওয়া শুরু করেছে। আগে ব্যবহারকারীদের এর জন্য জন্য ৫টাকা চার্জ করা হতো। এই দুটি অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ দিল্লি এবং বেঙ্গালুরুতে আপাতত তাদের চার্জ বাড়িয়েছে। এই চার্জ ডেলিভারি, রেস্টুরেন্ট, হ্যান্ডলিং চার্জ এবং জিএসটি থেকে আলাদা। তবে, শীঘ্রই অন্যান্য শহরেও প্ল্যাটফর্ম চার্জ বাড়ানো হতে পারে। এই বছরের এপ্রিলে, Zomato তাদের প্ল্যাটফর্ম ফি ২৫ শতাংশ বাড়িয়েছিল। মাত্র দুই মাসে এই চার্জ আরও ১ টাকা বাড়িয়েছে সংস্থা। সংস্থাগুলির এই পদক্ষেপ তাদের দৈনিক ১.২৫ থেকে ১.৫০ কোটি টাকা মুনাফা হবে।

zomato Tech News Swiggy
Advertisment