Cheapest AC to Buy: ঘরের ভিতর দিব্যি হাঁটা চলা করবে, তাক লাগালো TATA-র AC, ঠাণ্ডায় টেক্কা সব ব্র্যান্ডকে

Tata 1.5 Ton Portable AC: ভ্যাপসা গরমের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। কিছু জেলায় তামপাত্রা ৪০ ডিগ্রির ধারেকাছে। তীব্র গরম থেকে বাঁচতে এসি ছাড়া মানুষের কোন উপায় নেই। অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে।

Tata 1.5 Ton Portable AC: ভ্যাপসা গরমের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। কিছু জেলায় তামপাত্রা ৪০ ডিগ্রির ধারেকাছে। তীব্র গরম থেকে বাঁচতে এসি ছাড়া মানুষের কোন উপায় নেই। অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Cheapest AC to Buy

ঘরের ভিতর দিব্যি হাঁটা চলা করবে, তাক লাগালো TATA-র AC, ঠাণ্ডায় টেক্কা সব ব্র্যান্ডকে

Tata 1.5 Ton Portable AC: ভ্যাপসা গরমের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। কিছু জেলায় তামপাত্রা ৪০ ডিগ্রির ধারেকাছে। তীব্র গরম থেকে বাঁচতে এসি ছাড়া মানুষের কোন উপায় নেই। অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে। তবে কোন ব্র্যাণ্ডের এসি কিনবেন তা অনেকেই ভেবে পাচ্ছেন না। আপনিও কি এসি কেনার চিন্তা ভাবনা করছেন? তাহলে দারুণ সস্তায় সেরা ফিচারের টাটা পোর্টেবেল এসি কেনার কথা চিন্তা-ভাবনা করতে পারেন। দারুণ ও চমকে দেওয়ার মত ফিচারের ফলে নষ্ট হবে না বাড়ির সৌন্দর্য। জেনে নিন এই এসির দাম কত? কি কি সুবিধা রয়েছে টাটার নয়া এই এসিতে?

Advertisment

টাটার নতুন এসি রান্নাঘর থেকে ডাইনিং ফিট করা যাবে অনায়াসেই। নীচে চাকা লাগানো থাকায় গোটা বাড়িতে যখন যেখানে প্রয়োজন এই এসিকে অনায়াসেই নিয়ে যেতে পারবেন। আর এই এসি মেশনিনের কুলিং ক্যাপাসিটি আপনাকে দেবে সিমলার অনুভূতি।

স্প্লিট বা উইন্ডো এসি ছাড়া অন্য কোন ধরণের এসির সন্ধান করছেন? টাটা লঞ্চ করেছে পোর্টেবল এসি। নামে পোর্টেবেল হলেও কাজে দুর্দান্ত। আপনি এটি টাটা ক্রোমা থেকেও কিনতে পারেন। 1.5 টন এই এসিকে আপনি ঘরের যে কোন জায়গায় অনায়াসেই নিয়ে যেতে পারবেন।
ক্রোমার 1.5 টন পোর্টেবল এসি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৪২,৯৯৯ টাকা। যদিও এই এসির আসঅল দাম ৫০,০০০ টাকা। অর্থাৎ আপনি সরাসরি পেয়ে যাচ্ছেন ৭,০১০টাকার দুর্দান্ত ছাড়। এই এসি লাগানোর জন্য আপনাকে দেওয়ালে কোনও গর্ত করতে হবে না। কপার কনডেন্সারের সঙ্গে এই এসির কুলিং ক্ষমতা বাজারে অন্য যে কোন ব্র্যান্ডের ১.৫টন এসিকে টেক্কা দেবে।

মেকানিকের কথায় এই স্থানে এসির আউটডোর ইউনিট ভুলেও বসাবেন না, মাসুল গুণতে হবে সারাজীবন

Advertisment

এই এসির নিচের দিকে চাকা লাগানো থাকে। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়ার আগে এর আউটডোর সেটিং-য়ের বিষয়টা ভাল করে দেখতে হবে। দারুন ঠান্ডা বাতাস দিতে এই এসিতে ব্যবহার করা হয়েছে কপার কনডেন্সারের।

টাটা ক্রোমা ১.৫ টন পোর্টেবল এয়ার কন্ডিশনার এর দামের উপর বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। ৫০,০০০ টাকার পরিবর্তে, আপনি এটি ৪২,৯৯০ টাকায় কিনতে পারবেন। এইভাবে, এই এসি মোট ৭,০১০ টাকা ছাড়ের সাথে আপনি কিনতে পারবেন। 

১.৫ টন ক্ষমতাসম্পন্ন এই এয়ার কন্ডিশনারটি ২৩০০ ওয়াট শক্তিতে চলে। এর ঠান্ডা লাগার ফলে ঘরটি ঠান্ডা হয়ে যেতে পারে। কপার কনডেন্সারের কারণে, এসিটি চমৎকার শীতলতা প্রদান করতে সক্ষ্ম এবং দীর্ঘ সময় ধরে কাজ করবে। R410a রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে এই এসিতে যার ফলে দ্রুত ঘর ঠান্ডা হয়। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এয়ার কন্ডিশনারটিতে স্মার্ট ফিচার্স রয়েছে। বাতাস পরিষ্কার রাখার জন্য এসিতে একটি ডাস্ট ফিল্টারও থাকে। স্লিপ মোডের সাথে বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করবে এই এসি।

tata Air Conditioner