/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_7a31ce.jpg)
জেনে নিন এই এসির দাম কত? কি কি সুবিধা রয়েছে টাটার নয়া এই এসিতে?
Tata New Portable AC: ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত আম-আদনির। কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হলেও মিলছে না গরম থেকে রেহাই। তীব্র গরম থেকে বাঁচতে এসি ছাড়া মানুষের কোন উপায় নেই। অনেকেই বাধ্য হচ্ছেন এসি কিনতে। তবে কোন ব্র্যাণ্ডের এসি কিনবেন তা অনেকেই ভেবে পাচ্ছেন না। আপনিও কি এসি কেনার চিন্তা ভাবনা করছেন? তাহলে দারুণ সস্তায় সেরা ফিচারের একটি এসি লঞ্চ করেছে টাটা। দারুণ ও চমকে দেওয়ার মত ফিচারের ফলে নষ্ট হবে না বাড়ির সৌন্দর্য। জেনে নিন এই এসির দাম কত? কি কি সুবিধা রয়েছে টাটার নয়া এই এসিতে?
টাটার নতুন এসি রান্নাঘর থেকে ডাইনিং ফিট করা যাবে অনায়াসেই। নীচে চাকা লাগানো থাকায় গোটা বাড়িতে যখন যেখানে প্রয়োজন এই এসিকে অনায়াসেই নিয়ে যেতে পারবেন। আর এই এসি মেশনিনের কুলিং ক্যাপাসিটি আপনাকে দেবে সিমলা অনুভূতি।
স্প্লিট বা উইন্ডো এসি ছাড়া অন্য কোন ধরণের এসির সন্ধান করছেন? টাটা লঞ্চ করেছে পোর্টেবল এসি। নামে পোর্টেবেল হলেও কাজে দুর্দান্ত। আপনি এটি টাটা ক্রোমা থেকেও কিনতে পারেন। 1.5 টন এই এসিকে আপনি ঘরের যে কোন জায়গায় অনায়াসেই নিয়ে যেতে পারবেন।
ক্রোমার 1.5 টন পোর্টেবল এসি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 43,990 টাকা। পাশাপাশি অনেক ব্যাঙ্ক ডিসকাউন্টও অফারও পাওয়া যাচ্ছে নয়া এই এসিতে। এই এসি লাগানোর জন্য আপনাকে দেওয়ালে কোনও গর্ত করতে হবে না। কপার কনডেন্সারের সঙ্গে এই এসির কুলিং ক্ষমতা বাজারে অন্য যে কোন ব্র্যান্ডের ১.৫টন এসিকে টেক্কা দেবে।
আরও পড়ুন : < Air Conditioner: ১০ ঘন্টা একটানা চালাচ্ছেন? উইন্ডো হোক বা স্প্লিট এসি ঠিক কত বছর বুক ঠুকে ব্যবহার করতে পারবেন?>
এই এসির নিচের দিকে চাকা লাগানো থাকে। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো সমস্যা হবে না। কিন্তু অন্য জায়গায় নিয়ে যাওয়ার আগে এর আউটডোর সেটিং-য়ের বিষয়টা ভাল করে দেখতে হবে। দারুন ঠান্ডা বাতাস দিতে এই এসিতে ব্যবহার করা হয়েছে কপার কনডেন্সারের।