বিগত বেশ কিছুদিন অবকাশের পর ফের নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির ডোকোমো। একইসঙ্গে সম্ভাবনা রয়েছে জোট বাঁধার। এয়ারটেলের সঙ্গে ব্যবসায়িক জোট বাঁধতে পারে টাটার এই পড়তি মোবাইল পরিষেবা সংস্থা। তার আগেই পুনরুজ্জীবিত টাটা ডোকোমো নিয়ে এল পাঁচটি রিচার্জ। ৩৫ টাকা থেকে ২৪৫ টাকা পর্যন্ত রয়েছে রিচার্জের প্ল্যান। যার মধ্যে রয়েছে টক টাইম, ডেটা, ও কল রেটের একাধিক আকর্ষনীয় অফার। সমস্ত গ্রাহকরাই এই রিচার্জের সুবিধা পাবেন বলে জানিয়েছে ডোকোমো। এছাড়াও রয়েছে 'কম্বো প্রিপেইড ভাউচার'।
প্রয়োজনীয় অনুমোদন পেলে টাটা ডোকোমো ভারতী এয়ারটেল নেটওয়ার্কের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে বলে সূত্রের খবর। ভোডাফোন আইডিয়ার পর এবার একত্রিত হবে এয়ারটেল ডোকোমো। রিলায়েন্স জিওকে টেক্কা দিতে টিকে থাকার লড়াইয়ে জোট বাঁধছে টেলিকম পরিষেবাগুলি। এতে গ্রাহক সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোথায় দাঁড়িয়ে জিও?
আপাতত ৩৫ টাকা প্রিপেইড রিচার্জ প্ল্যানের অধীনে ভোক্তাদের ২৫.৬৬ টাকায় টক টাইম দেবে ডোকোমো। যার কল রেট থাকবে মিনিট পিছু ২৫ পয়সা। উপরন্তু, ব্যবহারকারীদের ১০০ এমবির ৩ জি ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৮ দিন।
৬৫ টাকার প্ল্যানে ইউজাররা প্রায় ৫৫ টাকার টক টাইম সঙ্গে ৩ জি গতির ২০০ এমবি ডেটার সুবিধা পাবেন। ৩৫ টাকার মতোই এটির বৈধতা ২৮ দিন।
পাশাপাশি ৯৫ টাকার প্ল্যানে ৯৫ টাকার টকটাইম পাওয়া যাবে। যার আওতায় কলরেট থাকবে ২ সেকেন্ডে ১ পয়সা। সঙ্গে ৫০০ এমবি ডেটা। যার গতি থাকবে ৩জি। সময়সীমা ২৮ দিন। একই সুবিধা দেবে ২৪৫ টাকার ও ১৪৫ টাকার প্ল্যানেও। যত টাকার রিচার্জ তত টাকাই মিলবে টক টাইম হিসাবে। ১৪৫ টাকার রিচার্জে পাওয়া যাবে ১ জিবি ডেটা, পাশাপাশি ২৪৫ টাকায় মিলবে ২ জিবি ডেটা। উভয়ই থ্রি জি। তবে বৈধতা ৪২ ও ৮৪ দিন।
Read the full story in English