Advertisment

Tata Sierra Review, Features and Expected Price: নব্বইয়ের দশকে মন জয় করা টাটা সিয়েরা এখন আরো আধুনিক! লেটেস্ট ফিচারে ভরপুর

Tata Sierra Review, Features and Expected Price: দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটো এক্সপোর উদ্বোধন করেন। অটো এক্সপোতে একাধিক অটোমেকার তাদের নতুন গাড়ি লঞ্চ করে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Tata Sierra

নব্বইয়ের দশকে মন জয় করা সিয়েরা এখন আরো আধুনিক! লেটেস্ট ফিচারে ভরপুর। Photograph: (ফাইল ছবি)

Tata Sierra Review, Features and Expected Price: নব্বইয়ের দশকে মানুষের হৃদয় জয় করা  সিয়েরা এখন আরো আধুনিক! লেটেস্ট ফিচারে ভরপুর।

Advertisment

দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটো এক্সপোর উদ্বোধন করেন। অটো এক্সপোতে একাধিক অটোমেকার তাদের নতুন গাড়ি লঞ্চ করে। এই মঞ্চ থেকেই টাটা লঞ্চ করে টাটা সিয়েরা। সামনে এসেছে তার প্রথম ঝলক। টাটার এই গাড়ি নিয়ে ইতিমধ্যে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই গাড়িটি পুরানো সিয়েরা মডেলের আপগ্রেডেড ভার্সন।

১৯ ইঞ্চি অ্যালয় হুইল এবং দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়াও এই গাড়িতে রয়েছে আইসিই ইঞ্জিন। পাশাপাশি এই গাড়িতে রয়েছে প্যানোরামিক সানরুফ, ADAS লেভেল ২, ৬টি এয়ারব্যাগ এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরার মতো উন্নত ফিচার।

টাটা সিয়েরা ১০-১৫ লক্ষ টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। টপ ভেরিয়েন্টের দাম হতে পারে ২০ লক্ষ টাকা। বছরের শেষ নাগাদ গাড়িটি কিনতে পারবেন ক্রেতারা। 

Advertisment
tata Tata Motors
Advertisment