Advertisment

Tata Stryder Zeeta Plus E-cycle : ডুয়াল ডিস্ক ব্রেক, দারুণ কম্ফোর্ট, চমকে দেবে টাটার ই-ভেহিকেলের দুরন্ত ফিচার্স!

বর্তমানে, পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। এর ফলে ই-বাইক, স্কুটার, সাইকেলের প্রতি ঝোঁক বেড়েছে মানুষের। চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি বাজারে তাদের ই-স্কুটার, বাইক, সাইকেল নিয়ে হাজির হচ্ছে। পিছিয়ে নেই টাটাও।

author-image
IE Bangla Tech Desk
New Update
Tata electric cycle, Electric cycle, Tata stryder electric cycle, Zeeta plus tata electric cycle, Tata stryder zeta plus, Tata stryder zeta plus price, Tata stryder zeta plus top speed, Tata stryder zeta plus, Tata stryder zeta plus range

ডুয়াল ডিস্ক ব্রেক, দারুণ কম্ফোর্ট, চমকে দেবে টাটার ই-ভেহিকেলের দুরন্ত ফিচার্স!

Tata Stryder Zeeta Plus E-cycle: টাটার ইলেকট্রিক সাইকেল তোলপাড় ফেলেছে বাজারে। এখন সস্তায় মেটান দিনের যাবতীয় কাজ। রেঞ্জ জানলে চমকে যাবেন । টাটার এই অত্যাধুনিক ই-সাইকেলে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক। যার কারণে এর উপর আরও ভালো নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।

Advertisment

বর্তমানে, পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। এর ফলে ই-বাইক, স্কুটার, সাইকেলের প্রতি ঝোঁক বেড়েছে মানুষের। চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি বাজারে তাদের ই-স্কুটার, বাইক, সাইকেল নিয়ে হাজির হচ্ছে। পিছিয়ে নেই টাটাও। বৈদ্যুতিক সাইকেলের বাজারে আলোড়ণ ফেলে টাটা লঞ্চ করেছে Tata Strider বৈদ্যুতিক সাইকেল।

Tata Stryder Zeeta Plus E-cycle-এ 250W BLDC মোটর ব্যবহার করা হয়েছে যেটি সব ধরণের আবহাওয়ায় ভালো কাজ করতে সক্ষম। রয়েছে 36V-6Ah ব্যাটারি প্যাক, যা 216Wh এর পাওয়ার আউটপুট দেয়। সিঙ্গেল চার্জে 30 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এই ই-সাইকেল। এবং এর সর্বোচ্চ গতি 25 কিমি/ঘন্টা। কোম্পানি এই ইলেকট্রিক সাইকেলে ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে।

এই ই-সাইকেলের দাম রাখা হয়েছে 26,995 টাকা। পরে এর দাম 6,000 টাকা পর্যন্ত বাড়তে পারে বলেই জানা গিয়েছে। এই সাইকেলটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

publive-image
tata Electric Vehicle
Advertisment