Advertisment

Tata Voltas 1.5 Ton New AC: মাত্র দশ হাজারেই পান Tata-র ১.৫ টন এসি, নামমাত্র বিদ্যুৎ বিল চমকে দেবে!

এখন এসি কেনার পর বিদ্যুতের বিল নিয়ে নো-টেনশন। মাসে ফুচকা খাওয়ার কম আসবে ইলেকট্রিক বিল।

author-image
IE Bangla Tech Desk
New Update
"টাটা নতুন পোর্টেবল এসি, Tata new portable AC, Portable ac, croma online, best ac, Features of portable AC, portable ac price,পোর্টেবল এসি, ক্রোমা অনলাইন, সেরা এসি, পোর্টেবল এসির বৈশিষ্ট্য, পোর্টেবল এসির দাম, টাটা নতুন পোর্টেবল এসি, পোর্টেবল এসি, ক্রোমা অনলাইন, সেরা এসি, পোর্টেবল এসির বৈশিষ্ট্য, পোর্টেবল এসির দাম"

এখন এসি কেনার পর বিদ্যুতের বিল নিয়ে নো-টেনশন। মাসে ফুচকা খাওয়ার কম আসবে ইলেকট্রিক বিল।

Tata Voltas 1.5 Ton New AC: আপনি যদি প্রচণ্ড গরম এড়াতে নতুন একটি এসি কেনার কথা চিন্তা-ভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। এখন এসি কেনার পর বিদ্যুতের বিল নিয়ে নো-টেনশন। মাসে ফুচকা খাওয়ার কম আসবে ইলেকট্রিক বিল।

Advertisment

নতুন এয়ার কন্ডিশনার কেনার কথা ভাবতে গিয়েও দামের চিন্তায় পিছিয়ে যাচ্ছেন? সেই সব দিন এখন অতীত। টাটা কোম্পানির নতুন ভোল্টাস এসি আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত বিকল্প। এই এসি চালালে বিদ্যুৎ খরচ যেমন কম হবে তেমনই কম বাজেটে পাবেন এই এয়ার কন্ডিশানার মেশিন। আপনি Wi-Fi এর সাহায্যে যে কোনও জায়গা থেকে এই এসি নিয়ন্ত্রণ করতে পারেন। চমৎকার কুলিংয়ের পাশাপাশি, আপনি এতে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মত ফিচারও পাবেন। আসুন জেনে নিই এই এসির ফিচার এবং এর দাম সম্পর্কে…

টাটা ভোল্টাস 1.5 টন নতুন এসি ফিচার:

টাটা কোম্পানির ভোল্টাস স্প্লিট এসি আপনার রুমের জন্য সেরা। শক্তিশালী কুলিং ফেসিলিটির পাশাপাশি এর চমৎকার ফিচারও অবাক করবে। Tata Voltas 1.5 টন নতুন AC-তে আপনি 3 স্টার এনার্জি রেটিং পাবেন এবং কম্প্রেসারে 5 বছরের ওয়ারেন্টিও পাওয়া যাচ্ছে। একই সময়ে, এই এসি চালু হলে, বিদ্যুৎও কম খরচ হয়। এতে আপনাকে একটি কপার কনডেন্সার কয়েল দেওয়া হয়েছে যা আপনাকে দেবে হিমশীতল অনুভূতি।

আরও পড়ুন : < TATA AC: দিব্যি ঘরে হেঁটে চলে বেড়াবে টাটার এই এসি, ঠাণ্ডায় টেক্কা দেবে বাজার চলতি সব ব্র্যান্ডকেই! >

Tata Voltas 1.5 টন নতুন এসি আসবে প্রত্যেক সাধারণ মানুষের বাজেটে:

টাটা কোম্পানির এই Voltas AC সম্পর্কে কথা বললে, আপনি এই এসিটি ৩৭,২৩৯ টাকা থেকে পাবেন। ই-কমার্স ওয়েবসাইট Gadgets Now-এ গিয়ে আপনি কম বাজেটে এই AC কিনতে পারেন। কম বাজেটে টাটা কোম্পানির এই এসি কিনতে প্রথমে আপনাকে একটি বাজাজ ফাইন্যান্স কার্ড নিতে হবে। এর পরে আপনাকে ডাউন পেমেন্ট হিসাবে মাত্র ৮,০০০ থেকে ১০,০০০ টাকা জমা করতে হবে এবং মাসিক কিস্তি হবে মাত্র ৩হাজার টাকা। আপনাকে এই কিস্তিটি শুধুমাত্র ৮ মাসের জন্য দিতে হবে, তার পরে এটি সম্পূর্ণভাবে আপনার হয়ে যাবে।

tata Air Conditioner air condition machine maintenance
Advertisment