/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/facebook_reuters_7592.jpg)
নামী দামি লোকেদের ব্যবহার করা সামগ্রী নিলামে চড়ে, এ তো হামেশাই শোনা যায়। কিন্তু তা বলে দুজন ব্যক্তির নিতান্তই ব্যক্তিগত আলাপ আলোচনা কিনা বিক্রি হবে শেষমেশ! এই জন্যেই বলে- সব কুছ বিকতা হ্যায়। বিবিসি রাশিয়ান সার্ভিস সম্প্রতি জানিয়েছে ১.২ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যাক্তিগত চ্যাট সহ আরও নানা তথ্য বিক্রি হচ্ছে অনলাইনে।
গত সেপ্টেম্বরে প্রথম নজরে আসে বিষয়টা। ইংরেজি ভাষার এক অনলাইন ফোরামে এক বিজ্ঞাপন দেখা যায়। বিজ্ঞাপনে বলা হয়েছে ১০ সেন্টের বিনিময়ে ফেসবুকের ব্যক্তিগত নথি বিক্রি করা হচ্ছে।
ফেসবুকের তরফ থেকে জানানো হয়েছে তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনোরকম আপোষ করা হয় না। এটা অন্য কোনো ব্রাউজার মারফত ফাঁস হয়েছে। ভবিষ্যতে এরকম যাতে না হয়, সে দিকে খেয়াল রাখবে ফেসবুক, জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন, ভারতে ব্যবসা করতে পারছে না অ্যাপেল
সূত্রের খবর বলছে, যে সমস্ত অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাদের অধিকাংশই ইউক্রেন কিম্বা রাশিয়ার। তবে সে সব তালিকায় ব্রিটেন, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র বাদ পড়েনি কেউই। ৮১ হাজার ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজও ছিল। চুরি হয়ে যাওয়া তথ্যের মধ্যে যেমন অন্তরঙ্গ প্রেমালাপ রয়েছে, তেমনি আছে শাশুড়ি-বউ-এর ঝগড়াও। আবার সদ্য লম্বা ছুটি কাটিয়ে অসংখ্য ছবি তুলে আপলোড করেছে, এমন ছবিও বেমালুম চুরি করে নিয়ে ইন্টারনেটে বিক্রি করতে প্রস্তুত ওত পেতে বসে থাকা হ্যাকাররা।
এর আগেও তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল ফেসবুক কর্তৃপক্ষের দিকে। গত মাস থেকেই ব্যবহারকারীদের একটি বিকল্প দেওয়া হচ্ছে যাতে ব্যবহারকারী আগে থেকেই জানতে পারবেন, অন্য ব্যবহারকারীর কাছে তাঁর অ্যাকাউন্টের কোন কোন বিষয় দৃশ্যমান হবে।
Read the full story in English