Advertisment

Amazon Great Indian Festival Sale 2021: কোন কোন ব্রান্ডের স্মার্টফোনে মিলবে বড় ছাড়, জেনে নিন

এই সেল শুরু হতে চলেছে ৩ অক্টোবর থেকে এবং চলবে পুরো মাস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের বৃহত্তম ই-কমার্স জায়ান্ট Amazon নিয়ে আসছে তাদের Great Indian Festival Sale 2021। এই সেল শুরু হতে চলেছে ৩ অক্টোবর থেকে এবং চলবে পুরো মাস জুড়ে। প্রসঙ্গত Flipkart ই-কমার্স সংস্থাও Big Billion Days Sale 2021 শুরু করছে ৭, অক্টোবর থেকে। গতবছরের মত গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২১ চলবে গোটা মাস। সংস্থার তরফে জানানো হয়েছে যে, আসন্ন সেলে স্মার্টফোন, ল্যাপটপ, অডিও ডিভাইস, হোম অ্যাপ্লায়েন্স, টিভির ওপর মিলবে দুর্দান্ত ছাড়।

Advertisment

আকর্ষণীয় অফারের পাশাপাশি লঞ্চ করতে চলেছে এক হাজারেরও বেশি নতুন প্রোডাক্ট। টেক মার্কেটে লঞ্চ করবে Asus, Fossil, HP, OnePlus, Samsung, Sony, Xiaomi ব্র্যান্ডের বিভিন্ন নতুন ডিভাইস। গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল উপলক্ষে Amazon-এর অফিসিয়াল সাইটে তৈরি করা হয়েছে একটি মাইক্রোসাইট। সামনের সেলের ডিভাইস ও গ্যাজেটের ওপর সমস্ত সম্ভাব্য অফারকে ডিসপ্লে করা হচ্ছে মাইক্রোসাইটের মাধ্যমে।

Amazon ফেস্টিভ্যাল সেলে Amazon ইকো রেঞ্জের সমস্ত স্মার্ট স্পিকার এবং ডিসপ্লের ওপর মিলবে ছাড়। Amazon ফায়ার টিভি এবং ই-বুক রিডার ডিভাইস কিন্ডেল পাওয়া যাবে অফার প্রাইজে।Amazon-এর নিজস্ব ইকো, ফায়ার টিভি এবং কিন্ডল ডিভাইসগুলি বিক্রির সময়ও মিলবে বড় ছাড়।

Amazon-এর তরফে আরও জানানো হয়েছে যে, ফেস্টিভ সেল সিজনে লঞ্চ করতে পারে সোনির Play Station 5 এবং মাইক্রোসফট Xbox ডিভাইস। এছাড়াও প্রতি বছরের মতোই এই বছরেও প্রাইম সাবস্ক্রাইবাররা সাধারণ ইউজারদের একদিন আগে সেলের বেনিফিট উপভোগ করতে পারবে। ২০২১ সালের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Amazon পার্টনারশিপ করেছে HDFC ব্যাঙ্কের সঙ্গে। যে কারণে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সেইসঙ্গে ইএমআই ট্র্যানজ্যাকশনের ওপরেও পাওয়া যাবে এই বিশেষ সুবিধা। সেল চলাকালীন Amazon Pay দিয়ে বিল পেমেন্ট করলে পাওয়া যাবে ৫০০০ টাকা পর্যন্ত সঞ্চয়ের সুযোগ।

Amazon ইতিমধ্যেই বাঙালি এবং মারাঠি কাস্টমারদের জন্য তাদের নিজেদের ভাষায় কেনাকাটা করার সুযোগ এনে দিয়েছে। জানা গিয়েছে যে, এই দুটি ভাষা ছাড়াও সেলে অ্যামাজন অ্যাপের অ্যাক্সেস পাওয়া যাবে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়া, হিন্দি এবং ইংরেজি ভাষায়।

সংস্থার তরফে জানানো হয়েছে যে ৭৫ হাজারের এরও বেশি লোকাল ব্র্যান্ড অংশগ্রহণ করবে এই ফেস্টিভ সেলে। প্রসঙ্গত, Flipkart Big Billion Days Sale চলবে ছয়দিন ধরে, ৭ থেকে ১২ অক্টোবর পর্যন্ত। অন্যদিকে একইসময়ে অ্যামাজন চালু করছে তার একমাস ব্যাপী শপিং ফেস্টিভ্যাল। মনে করা হচ্ছে এই পুজো সিজেনে এই দুটি সেল হয়ে উঠবে একে ওপরের শক্তিশালী প্রতিযোগী।

Amazon ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট মণীশ তিওয়ারি এক প্রেস বিবৃতিতে বলেন, “এই বছরের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল স্থানীয় দোকান এবং ক্ষুদ্র ও মাঝারি দোকানগুলিকে তাদের প্রোডাক্ট বিক্রির সুযোগ দেবে। করোনা অতিমারির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাদের ব্যবসা বাড়াতে এটি একটি অ্যামাজন উদ্যোগ”। তিনি আরও জানান, “অ্যামাজন অতিমারির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থেকে তাঁদের উৎসাহ দিতে পেরে আনন্দিত”।

কোন কোন ডিভাইসে মিলবে বড় ছাড়ের সুযোগ?

Amazon Great Indian Festival Sale 2021 উপলক্ষে Samsung Galaxy Note 20 Ultra পাওয়া যাবে মাত্র 69,999 টাকায়। বর্তমানে এই স্মার্টফোনের দাম 92,520 টাকা। আপনি 22,521 টাকা ছাড় পাচ্ছেন Amazon Great Indian Festival Sale 2021 উপলক্ষে। এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 865+ প্রসেসর, একটি 108 MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, এস পেন সাপোর্ট এবং রয়েছে অ্যামোলেড ডিসপ্লে।

Samsung Galaxy Note 20 স্মার্টফোন পায়ে যান অফার উপলক্ষে মাত্র ৪৪,৯৯৯ টাকায়। ডিভাইসটি মূলত ভারতে গত বছর আগস্টে ৭৭,৪৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। Samsung Galaxy Note 20 মডেলে আপনি অফার উপলক্ষে পেয়ে যান ৩৩ হাজার টাকার তাৎক্ষণিক ছাড়।

OnePlus 9R 5G, Samsung Galaxy M21 2021, Realme Narzo 30, Xiaomi Redmi 9 এবং Samsung Galaxy M51-এর মতো ডিভাইসগুলিতেও রয়েছে অফার উপলক্ষে আকর্ষণীয় ছাড়। Xiaomi Redmi 9A স্মার্টফোন পাবেন মাত্র ৬,৭৯৯ টাকার অফার প্রাইজে। Tecno Spark 8 এই অফারে পেয়ে যান ৭,৯৯৯ টাকার বিশেষ ডিস্কাউন্ট প্রাইজে। Tecno Spark 8 মডেলে রয়েছে 5,000mAh ব্যাটারি। 6.52-ইঞ্চি ডিসপ্লে। ফুল মেটাল বডি। অপর দিকে Xiaomi Redmi 9A স্মার্টফোনে রয়েছে Mediatek helio G25 চিপসেট, এই মডেলে রয়েছে 5,000mAh ব্যাটারি। 6.53-ইঞ্চি HD+ IPS ডিসপ্লে।

Amazon তার এই অফার উপলক্ষে iPhones এবং অন্যান্য মডেলে স্মার্টফোন যেমন Vivo, Oppo, OnePlus, এবং iQOO এর ওপর আনছে “Crazy” এবং “Mega” ডিলস। যেখানে iPhones এবং অন্যান্য মডেলে স্মার্টফোনের ওপর পাবেন বড় ছাড়ের সুযোগ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Amazon Great Indian Festival Sale 2021 amazon
Advertisment