দুর্গাপুজোর নতুন স্টিকার এখন WhatsApp-এ। করোনা আবহে শুরু হয়ে গিয়েছে এবারের দুর্গাপুজো। এবারের পুজো উপলক্ষেও জারি থাকছে নানাবিধ বিধিনিষেধ। উৎসবের দিনগুলিতে নিজের প্রিয়জনকে আমরা সকলেই শুভেচ্ছা জানাই। আর এখন শুভেচ্ছা জানানোর অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়া মানেই WhatsApp। এবারের পুজোতে নিজের কাছের প্রিয় মানুষজনদের শুভেচ্ছা জানানোর জন্য ব্যবহার করুন বিশেষ পুজো স্টিকার। আর এই পুজো স্টিকার আপনাদের সামনে নিয়ে হাজির WhatsApp, জেনে নিন কীভাবে আপনি আপনার প্রিয়জন শুভেচ্ছা জানাতে ব্যবহার করবেন এই বিশেষ দুর্গাপুজোর নতুন স্টিকার।
উৎসবের মরশুমে সবসময়ই নতুন স্টিকার প্যাক নিয়ে আসে WhatsApp। এবারেও নবরাত্রি ২০২১ উপলক্ষে বেশ কিছু স্টিকার এসেছে। সেটা পুরো দুর্গাপুজোর সময়েই ব্যবহার করতে পারবেন। কীভাবে WhatsApp-এ দুর্গাপুজোর নতুন স্টিকার পাবেন জেনে নিন পদ্ধতি:
আরও পড়ুন: WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার, কী কী থাকছে এতে?
১. আপনার ফোনের Google Play Store ওপেন করুন, এরপর Navratri 2021 WhatsApp stickers' লিখুন এবং সার্চ করুন।
২. আপনার পছন্দসই স্টিকার প্যাক বেছে নিন। ImageTag-এর Happy Navratri Stickers, Video & Sticker hub-এর WhatsApp-WAStickerApps-এর মাধ্যমেও বেছে নিতে পারেন আপনার পছন্দের স্টিকার।
৩. স্টিকার প্যাক ইন্সটল করুন।
৪. এরপর ওপেন স্টিকার প্যাক অপশনে ট্যাপ করুন।
৫. এবার আপনার পছন্দের স্টিকারটি তালিকা থেকে বেছে নিন। এবং স্টিকারের পাশেই (+) আইকনে প্রেস করুন।
৬. এরপর আপনি আপনি আপনার WhatsApp-এর অ্যাড(Add) অপশন সিলেক্ট করুন। এরপর আপনি আপনার WhatsApp-এ পেয়ে যান দুর্গাপুজোর নতুন স্টিকার।
৭. এরপর সেই স্টিকার আপনার WhatsApp-এর কন্টাক্ট লিস্টে থাকা যে কাউকে পাঠিয়ে পুজোর শুভেচ্ছা জানান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন