Google Chrome ব্রাউজার আপডেট করিয়ে নিন, না করালেই ঝক্কি

যত তাড়াতাড়ি সম্ভব M94 ভার্সনে আপডেট করিয়ে নিতে হবে Chrome ব্রাউজারকে।

যত তাড়াতাড়ি সম্ভব M94 ভার্সনে আপডেট করিয়ে নিতে হবে Chrome ব্রাউজারকে।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

যত তাড়াতাড়ি সম্ভব M94 ভার্সনে আপডেট করিয়ে নিতে হবে Chrome ব্রাউজারকে।

সার্চ ইঞ্জিন Google, Chrome ইউজারদের জন্য নিয়ে এসেছে নতুন আপডেট। Google Chrome সম্প্রতি M96 স্টেবল আপডেট নিয়ে এসেছে। তবে এখনও বেশ কিছু ইউজার রয়েছেন যারা M48 ক্রোম ভার্সন ব্যবহার করছেন। গুগলের তরফে তাদের M94 ভার্সনে আপডেট করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই লেটেস্ট আপডেট না করলে নানা ধরনের সমস্যার মুখে পড়তে পারেন ইউজাররা। এমনকি বন্ধ হয়ে যেতে পারে Google Chrome ব্রাউজার।

Advertisment

কমিউনিটি পেজে Google জানিয়েছে যে নতুন M94 ভার্সন আসার ফলে M48 ভার্সনে ডেটা সিঙ্কের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । তাই যারা এই ফিচারকে যে সকল ইউজার ব্যবহার করতে চাইছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব M94 ভার্সনে আপডেট করিয়ে নিতে হবে Chrome ব্রাউজারকে।

কীভাবে ফোনে Google Chrome ব্রাউজার আপডেট করবেন

• মোবাইলে Google Chrome ব্রাউজার আপডেট করতে হলে প্রথমে প্লে-স্টোর ওপেন করতে হবে।

Advertisment

• তারপর Google Chrome লিখে সার্চ করলে ডানদিকে ব্রাউজারের লেটেস্ট কোনও আপডেট থাকলে তা চলে আসবে।

• এরপর Update অপশনে ক্লিক করলেই আপডেট হয়ে যাবে Google Chrome ব্রাউজার।

• এক্ষেত্রে ইউজার চাইলে ক্রোমের সেটিংস অপশনে গিয়ে লেটেস্ট আপডেট কী রয়েছে তা চেক করে নিতে পারেন।

Google Chrome ব্রাউজারকে কীভাবে কম্পিউটারে আপডেট করবেন-

• প্রথমে ডেস্কটপে Google Chrome ওপেন করতে হবে।

• সাইট ওপেন হবার পর লেটেস্ট কোনও আপডেট যদি থেকে থাকে তাহলে ডানদিকের ওপরের অংশে অরেঞ্জ বক্সে নোটিফিকেশন দেখা যাবে।

• এরপর আপডেট অপশনে ক্লিক করলে নতুন ভার্সন ডাউনলোড হতে শুরু করবে।

• আপডেট ডাউনলোড করার পর ইনস্টল করে নিতে হবে।

• তারপর ল্যাপটপে Chrome ব্রাউজার ইনস্টল করে নিলেই নতুন আপডেটের ব্রাউজার পাওয়া যাবে।

Google Chrome- র M94 ভার্সনের আপডেটকে বাধ্যতামূলক করা হয়েছে। এই আপডেট না করলে পাসওয়ার্ড সিঙ্কের ক্ষেত্রে নিরাপত্তার অভাব ঘটতে পারে বলেও জানা গিয়েছে। যাদের কম্পিউটারে অটো আপডেট এনাবেল করা রয়েছে তাদের ডিভাইসে নিজে থেকেই এই নতুন আপডেট হয়ে যাবে। কিন্তু যাদের এই অপশন ডিজেবেল রয়েছে তারা ম্যানুয়ালি আপডেট করে নিতে পারেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Google Chrome