Advertisment

iPhone 13 সিরিজের আগেই লঞ্চ Pixel 6 সিরিজ, রিপোর্ট ঘিরে জল্পনা তুঙ্গে

Pixel 6 লাইনআপ আসন্ন দুর্গাপুজার আগেই তাদের বিক্রি শুরু করে দেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Google শীঘ্রই Pixel 6 সিরিজের স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে, টিপস্টারের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংস্থা ইতিমধ্যে তার পিক্সেল সিরিজের স্মার্টফোনের মূল বিবরণ প্রকাশ করেছে - Pixel 6 এবং Pixel 6 প্রো। ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে একটি নতুন ডিজাইন এবং গুগলের নিজস্ব টেন্সর চিপসেট থাকবে। যদিও, গুগল এখনও আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির লঞ্চের তারিখ নিশ্চিত করেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে যে Pixel 6 সিরিজের স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চ ১৩ সেপ্টেম্বর হতে পারে।

Advertisment

যদি এটাই সত্যি হয় তবে, গুগল, অ্যাপল iPhone 13 সিরিজ প্রত্যাশিত লঞ্চ হওয়ার একদিন আগেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরবর্তী লাইন-আপ চালু করবে । উপরন্তু, গুগল ইতিমধ্যে নিশ্চিত করেছে যে আসন্ন Pixel 6 লাইনআপ আসন্ন দুর্গাপুজার আগেই তাদের বিক্রি শুরু করে দেবে।

আরও পড়ুন: মিড-রেঞ্জের Galaxy M32 5G স্মার্টফোন লঞ্চ করল Samsung, জানুন এর দাম ও ফিচার

গুগল ইতিমধ্যে তার Pixel 6 সিরিজের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করেছে। Pixel 6 মডেলে থাকবে একটি ৬.৪ ইঞ্চি FHD+ ডিসপ্লে সহ ৯০Hz রিফ্রেশ রেট। অন্যদিকে, প্রো মডেলটিতে থাকবে একটি ৬.৭ ইঞ্চি QHD+ ডিসপ্লে সহ ১২০Hz রিফ্রেশ রেট। ভ্যানিলা ভেরিয়েণ্টের পিছনে থাকবে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ। Pixel 6 প্রো মডেলে থাকবে একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ। একটি ওয়াইড-এঙ্গেল লেন্স, একটি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 4x টেলিফোটো লেন্স থাকবে নতুন এই স্মার্টফোনে।

Pixel 6 সিরিজের লঞ্চের সঙ্গেই আমরা যে প্রধান বৈশিষ্ট্যটি দেখতে পাব তা হল এটির প্রসেসর। গুগল Pixel 6 সিরিজটি গুগলের নিজস্ব চিপসেট টেন্সর দ্বারা চালিত হবে, যা বিশেষ করে পিক্সেল ডিভাইসের জন্য তৈরি করা হয়েছে। সুত্রের খবর অনুযায়ী Pixel 6 সিরিজের মডেলগুলিতে অনুবাদ, ক্যাপশন এবং ডিকটেশনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হবে। স্মার্টফোনটিতে অন-ডিভাইস এআই এবং এমএল অ্যাক্সেসের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন চোখে পরবে। চিপসেটটি সম্ভবত Samsung Exynos 9855 SoC হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

iPhone 13 Series Pixel 6
Advertisment