Advertisment

গন্তব্যপথে টোলগুলির মূল্য জানুন, Google Maps-এর নতুন ফিচারের সাহায্যে

নতুন এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে টোল ট্যাক্স রাস্তা এবং তার মুল্য এই দুই-ই জানতে পারবেন ইউজাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আপনার গন্তব্যস্থানের দিক নির্দেশ করতে গুগল ম্যাপের জুড়ি মেলা ভার। Google Maps একটি বহুল প্রচলিত এবং জনপ্রিয় অ্যাপ। ইউজারদের আরও ভাল অভিজ্ঞতা দিতে Google Maps এবার তার তালিকায় সংযুক্ত করল নতুন এক ফিচার। যার মাধ্যমে ইউজাররা সজজেই জেনে নিতে পারবেন সড়ক পথে ভ্রমণের কোথায় টোল ট্যাক্স দিতে হবে এবং তার মুল্য কত। এই বিষয়ে আগাম তথ্য এবার থেকে পেয়ে যাবেন Google Maps ইউজাররা।

Advertisment

অনেকেই টোল ট্যাক্স এড়িয়েই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে চান। কোন রুটে গেলে আপনি সহজেই এড়িয়ে যেতে পারবেন টোল ট্যাক্স তার আগাম খবর ইউজারদের জানাতেই এই নয়া ফিচার লঞ্চ করলো Google Maps। এবং এই ফিচারের মাধ্যমে টোল ট্যাক্সের মূল্যও আগেভাগেই জানতে পারবেন ম্যাপ ইউজাররা।

এই ফিচার বিশেষ ভাবেই প্রয়োজন কারণ ইউজাররা টোল রাস্তা এড়াতে চান নাকি সেই রাস্তা ধরেই কম সময়ে গন্তব্যে পৌঁছাতে চান তা জানার জন্য আগেভাগেই অনেকটা সময় পেয়ে যাবেন Google Maps ইউজাররা। বর্তমানে Google Maps ইউজাররা টোল ট্যাক্সের আওতায় থাকা রাস্তার সন্ধান দিলেও তার মুল্য ইউজারদের জানায় না। নতুন এই ফিচারের মাধ্যমে একই সঙ্গে টোল ট্যাক্স রাস্তা এবং তার মুল্য এই দুই-ই জানতে পারবেন ইউজাররা।

সুত্র অনুযায়ী পাওয়া খবর অনুসারে নতুন এই ফিচারের আপডেট দিয়ে ইতিমধ্যেই ইউজাদের কাছে একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে সংস্থার তরফে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই নতুন এই ফিচারের ব্যবহার করতে পারবেন Google Maps ইউজাররা।

শুধুমাত্র মেট্রো সিটি নাকি সব অঞ্চলের ইউজাররা এই নতুন পরিষেবার সুবিধা পাবেন সেই বিসয়ে এখনও সেভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি। আশা করা হচ্ছে খুব দ্রুত এই ব্যাপারে সংস্থার তরফে আপডেট দেওয়া হবে।

যদি আপনি টোল এড়াতে চান এবং অর্থ সাশ্রয় করতে চান, তাহলে আপনি আপনার রুটে টোল এড়ানোর জন্য নিচের ধাপগুলি ভালো করে পড়ুন

ধাপ ১: আপনার স্মার্টফোনে Google Maps অ্যাপটি খুলুন

ধাপ ২: সার্চ বারে আপনার গন্তব্যস্থান লিখুন এবং সার্চ করুন

ধাপ ৩: অ্যাপে আপনি যখনই "দিকনির্দেশ" (Directions) অপশন দেখাবে সেটিতে ট্যাপ করুন

ধাপ ৪: স্ক্রিনের একেবারে ওপরে থ্রি-ডট বাটন যেটি “আপনার লোকেশন”-এর পাশে রয়েছে সেটিতে ট্যাপ করুন। এর পর আপনার সামনে একটি বিকল্প রুটের অপশন দেখাবে সেটির ওপর ট্যাপ করুন।

ধাপ ৫: গুগল ম্যাপ তখন আপনাকে একটি মেনু দেখাবে। আপনাকে "টোল এড়িয়ে চলুন" বাক্সে টিক দিতে হবে। আপনি আপ থেকে হাইওয়ে এবং ফেরি এড়ানোর অপশন বেছে নিতে পারেন।

ধাপ ৬: আপনি আপনার পছন্দ ঠিক হয়ে গেলে “সম্পন্ন" (Done) বাটনটি ট্যাপ করুন। এর পরে, কেবল "স্টার্ট" বোতামে আলতো চাপুন, যা আপনার স্ক্রিনের নীচের একদম বাঁ-দিকের কোণে অবস্থিত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Google Maps google
Advertisment