Apple-কে টক্কর দিতে Google লঞ্চ করছে নয়া স্মার্টওয়াচ ‘Google Pixel Watch’

প্রতিযোগিতার ময়দানে অ্যাপেলের স্মার্ট ওয়াচকে টক্কর দিতে আসছে গুগল পিক্সল ওয়াচ।

প্রতিযোগিতার ময়দানে অ্যাপেলের স্মার্ট ওয়াচকে টক্কর দিতে আসছে গুগল পিক্সল ওয়াচ।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

Apple কে টক্কর দিতে Google লঞ্চ করছে ব্র্যান্ডের নয়া স্মার্ট ওয়াচ

Google Pixel Watch অ্যাপেল স্মার্ট ওয়াচকে টক্কর দিতে বাজারে আসতে চলেছে নতুন Google Pixel Watch। আগামী বছরেই বাজারে আসতে চলেছে নয়া এই স্মার্ট ওয়াচ। উন্নত প্রযুক্তির যুগে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা তুঙ্গে। একাধিক ফিচারে সমৃদ্ধ এই স্মার্ট ওয়াচ গুলির চাহিদা আকাশছোঁয়া। একদিক থেকে যেমন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাচ্ছে এই স্মার্ট ওয়াচ ঠিক তেমনই বাড়ছে ভিন্ন কোম্পানির স্মার্ট ওয়াচের মধ্যে প্রতিযোগিতাও। এবার সেই প্রতিযোগিতার ময়দানে অ্যাপেলের স্মার্ট ওয়াচকে টক্কর দিতে আসছে গুগল পিক্সল ওয়াচ।

Advertisment

রিপোর্ট অনুযায়ী, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন বছরেই নাকি লঞ্চ হবে গুগল পিক্সল ওয়াচ(Google Pixel Watch)। প্রথমে শোনা গিয়েছিল ২০২১ সালের জানুয়ারি মাসেই নাকি গুগল পিক্সেল ৬ ফোনের সঙ্গে লঞ্চ হতে পারে গুগল পিক্সেল ওয়াচ(Google Pixel Watch)। কিন্তু শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। নতুন বছরে বাজারে আসছে গুগলের পিক্সল ওয়াচ। গুগল পিক্সেল হার্ডওয়্যার গ্রুপের সাহায্যেই তৈরি করা হয়েছে এই স্মার্ট ওয়াচ(Smartwatch)।

গুগল-এর প্রথম স্মার্ট ওয়াচে দেওয়া হতে পারে গুগল স্মার্ট ওয়াচ সফটওয়্যারের নতুন ভার্সন। প্রথম সারির একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গুগল একটি স্মার্ট ওয়াচ নিয়ে কাজ করছে, যেটি ২০২২ সালের প্রথমেই লঞ্চ করবে। সেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, আসন্ন এই ডিভাইসকে ইন্টারনালি পিক্সেল ওয়াচ বা অ্যান্ড্রয়েড ওয়াচ হিসেবেই সকলের সামনে নিয়ে আসা হবে। এই স্মার্ট ওয়াচের ডিজাইনেও থাকবে বড় চমক। রাউন্ড শেপে লঞ্চ হবে এই স্মার্ট ওয়াচ। এই গুগল পিক্সেল ওয়াচ (Google Pixel Watch) হেলথ ও ফিটনেস মেট্রিক্স মনিটর করতে পারবে বলে জানা গিয়েছে। হার্ট রেট মনিটর এবং স্টেপ কাউন্টিংয়ের মতো বেসিক হেলথ-ট্র্যাকিং ফিচার্সও থাকছে এই স্মার্ট ওয়াচে। একই সঙ্গে থাকবে উন্নত ব্যাটারি ব্যাক আপ। এখন অপেক্ষা কেবল লঞ্চের।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Google Pixel Watch