Advertisment

Instagram নিয়ে আসছে নয়া ফিচার, জেনে নিন খুঁটিনাটি

এবার থেকে ফিডের উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন Instagram ইউজাররা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কীভাবে আড়াল করবেন Last Seen, জেনে নিন পদ্ধতি

Instagram তার ইউজারদের জন্য আনতে চলেছে সম্পূর্ণ নয়া এক ‘ফেভারিট ফিচার’। নতুন এই ফিচারের ফলে ইউজাররা তাদের অ্যাকাউন্ট থেকে তাদের পছন্দের Instagram ইউজারদের করা পোস্ট অন্যদের থেকে আগেই তাদের Instagram ফিডে দেখতে পাবেন। এই ফেভারিট ফিচারটি বর্তমান ফিচারের তুলনায় অনেক আপগ্রেড করা হয়েছে বলে দাবি সংস্থার।   

Advertisment

অবাক করা এই ফিচার আনছে Instagram। নয়া এই ফিচারের সুবিধা নিতে Instagram ইউজারদের তাদের পছন্দের একটি তালিকা তৈরি করতে হবে। যাদের পোস্ট সেই Instagram ইউজার সবার আগে পেতে চান। আপনি যদি আপনার Instagram অ্যাকাউন্টে ‘ফেভারিট মার্কটি’ অ্যাক্টিভেট করে রাখেন তবে আপনি আপনার পছন্দের তালিকায় থাকা অ্যাকাউন্ট হোল্ডারদের পোস্টগুলি আপনার হোম ফিডে অন্যদের চেয়ে আগেই দেখতে পাবেন।

নতুন এই ফিচারটি আগের ফিচারের থেকে আপগ্রেড হিসাবে নিয়ে আসা হতে চলেছে। আপনার পছন্দের তালিকায় যাদের আপনি মার্ক করবেন তাঁরাই কেবলমাত্র আপনার শেয়ার করা ফিডগুলি দেখতে পাবেন। নতুন এই ফিচারের ফলে এবার থেকে ফিডের উপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারবেন Instagram ইউজাররা।

বর্তমানে Instagram ইউজারদের যে ফিচারটি উপলদ্ধ আছে তার মাধ্যমে কোনও ইউজার নিজেই ঠিক করে নিতে পারেন তার Instagram ফিডে কোন পোস্টগুলি উপলদ্ধ থাকবে। সেগুলি সাম্প্রতিকতম এবং সর্বাধিক শেয়ার করা পোস্ট হতে পারে। নতুন পছন্দের ফিচারটি অ্যাপ ডেভেলপার আলেসান্দ্রো পালুজি টুইটারে শেয়ার করেছেন।

বর্তমানে এই ফিচারটি পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। নতুন ইনস্টাগ্রাম ফেভারিটস ফিচারটি বিশ্বব্যাপী Instagram ইউজারদের জন্য আনা হবে কিনা সেব্যাপারে এখনই কিছু জানা যায়নি। তবে লঞ্চের আগে ফিচারে কিছু পরিবর্তন আনা হতে পারে। এখন পর্যন্ত, খুব কম ব্যবহারকারীই পছন্দের বৈশিষ্ট্যটি ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারটি পেতে হলে ইউজারদের তাদের Instagram প্রোফাইলের ‘ফেভারিট’ অপশনে যেতে হবে সেখানে ‘ক্লোজ ফ্রেন্ড’ বিভাগে নয়া এই ফিচারটি উপলদ্ধ হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

instagram
Advertisment