Advertisment

Instagram স্টোরি লিঙ্ক ফিচার, জেনে নিন বিস্তারিত

এবার থেকে সকল ইন্সটা ইউজাররা তাদের স্টোরিতে লিঙ্ক শেয়ার করতে পারবেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

, ক্রিয়েটররা তাদের গ্রাহকদের জন্য বিশেষ লাইভ সেশন আয়োজন করতে সক্ষম হবেন।

Instagram এখন সকল অ্যাকাউন্টে স্টোরি লিঙ্ক যুক্ত করার ফিচার নিয়ে এসেছে। আগে এই স্টোরি লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার আছেন এমন ইউজারদের জন্যই এই সুবিধা উপলব্ধ ছিল। এবার থেকে সকল ইন্সটা ইউজাররা এই সুবিধা পেতে পারবেন। এছাড়াও আগে কেবল ভেরিফায়েড অ্যাকাউন্টেই এই সুবিধা উপলব্ধ ছিল।

Advertisment

সংস্থা এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘বছরের পর বছর ধরে বিভিন্ন ক্ষেত্রের মানুষজন দেখিয়েছেন কীভাবে তথ্য এবং জ্ঞানের ভান্ডার সকলের মধ্যে ভাগ করে তার বিস্তার ঘটানো যায়, এবং তা সমাজকে কীভাবে অনুপ্রানিত করে। লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে অনেক সহজেই এটা করা সম্ভব। তাই আমরা সকলের অ্যাক্সেসের  জন্য লিঙ্ক শেয়ারিং অপশন উন্মোচিত করলাম’।

একনজরে দেখে নেওয়া যাক কীভাবে আপনি আপনার ইন্সটাগ্রাম স্টোরিতে লিঙ্ক শেয়ার করবেন।

ধাপ ১: প্রথমে, ইনস্টাগ্রামে আপনার স্টোরিতে কন্টেন্ট ক্যাপচার বা আপলোড করুন।

ধাপ ২: উপরের নেভিগেশন বার থেকে স্টিকার টুলটি নির্বাচন করুন।

ধাপ ৩: আপনার পছন্দসই লিঙ্ক যোগ করতে আপনাকে এখন "লিঙ্ক" স্টিকারে ট্যাপ করতে হবে। এর পরে, আপনাকে "সম্পন্ন"(Done) বাটনে আবার আলতো চাপতে হবে।

ধাপ ৪: আপনি আপনার স্টোরির যেকোনো জায়গায় স্টিকার রাখতে পারেন এবং রঙের বৈচিত্র দেখতে স্টিকারে ট্যাপ করতে পারেন।

ইনস্টাগ্রাম তার সর্বশেষ ব্লগ পোস্টে নিশ্চিত করেছে যে এটি ইতিমধ্যেই স্টিকারটি কাস্টমাইজ করার উপায়গুলি নিয়ে কাজ শুরু করেছে যাতে ব্যবহারকারীরা আপনার লিঙ্কটি ট্যাপ করলে আরও স্পস্ট ভাবে কন্টেন্টটি দেখতে পারেন। একই সঙ্গে সংস্থা জানিয়েছে, যে সকল অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে সেইসকল ইউজার এই স্টোরি লিঙ্ক অ্যাক্সেস করতে পারবেন না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

instagram
Advertisment