Apple Diwali Offer: iPhone-এর সঙ্গে Apple’s এয়ারপড পেয়ে যান একদম বিনামুল্যে

দেরি না করে এখনই কিনে নিন iPhone 12 অথবা iPhone 12 mini আর সঙ্গে পেয়ে যান Apple’s এয়ারপড এক্কেবারে বিনামুল্যে।

দেরি না করে এখনই কিনে নিন iPhone 12 অথবা iPhone 12 mini আর সঙ্গে পেয়ে যান Apple’s এয়ারপড এক্কেবারে বিনামুল্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

iPhone-এর সঙ্গে Apple’s এয়ারপড পেয়ে যান একদম বিনামুল্যে

iPhone 12 অথবা iPhone 12 mini কেনার উপর আপনি পেয়ে যেতে পারেন একজোড়া Apple’s এয়ারপড তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। দিওয়ালি অফারে Apple নিয়ে এসেছে এমনই এক এক্সক্লুসিভ ডিলস। যেটি এখন লাইভ করা হয়েছে। তাই আর দেরি না করে এখনই কিনে নিন iPhone 12 অথবা iPhone 12 mini আর সঙ্গে পেয়ে যান Apple’s এয়ারপড এক্কেবারে বিনামুল্যে। দিওয়ালি অফারটি  Apple-এর অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ এবং শুধুমাত্র এই দুটি আইফোন মডেলের জন্য প্রযোজ্য এই অফার। এছাড়াও থাকছে বড় ক্যাশ ডিস্কাউন্টের সুবিধাও। জেনে নিন অফার সমন্ধে বিস্তারিত তথ্য।

Advertisment

iPhone 12 অথবা iPhone 12 mini কেনার উপর আপনি পেয়ে যেতে পারেন একজোড়া Apple’s এয়ারপড তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এই অফারটি Apple-এর অফিসিয়াল ইন্ডিয়া ওয়েবসাইটে লাইভ করা হয়েছে। শুধুমাত্র দুটি মডেলের আইফোনের উপরেই থাকছে এক্সক্লুসিভ এই ডিল। আপনি যদি iPhone 12 অথবা iPhone 12 mini কেনার প্ল্যানিং করে থাকেন তবে এটাই আপনার জন্য আইডিয়াল টাইম। iPhone 12 অথবা iPhone 12 mini কেনার উপর আপনি পেয়ে যান ওয়্যার্ড চার্জিং কেস সহ বিনামূল্যে Apple এয়ারপড। ওয়্যারলেস চার্জিং কেস এবং এয়ারপডস প্রো-সহ এয়ারপডগুলি বেছে নেওয়ার বিকল্পও থাকছে এই অফার উপলক্ষে, তবে তার জন্য আপনাকে দিতে হবে যৎসামান্য দাম। ওয়্যারলেস চার্জিং কেস সহ এয়ারপডগুলি আপনি পেয়ে যাবেন মাত্র ৪০০০ টাকাতে, এবং এয়ারপডস প্রো আপনি পেয়ে যাবেন মাত্র ১০,০০০ টাকাতে। এই অফার শুধুমাত্র iPhone 12 অথবা iPhone 12 mini মডেল ক্রয়ের উপরেই থাকছে।

iPhone 13 মডেল ক্রয়ের উপর কি কোনও Apple’s এয়ারপড পেতে পারেন?

না। যেমনটি উল্লেখ করা হয়েছে, অফারটি শুধুমাত্র পুরনো iPhone 12, এবং iPhone 12 mini মডেলের মধ্যেই সীমাবদ্ধ। iPhone 13 মডেল কিনলে আপনাকে Apple’s এয়ারপডস এর সম্পূর্ণ মুল্য দিতে হবে। ক্রেতারা এয়ারপডগুলিতে ইংরেজি, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মারাঠি, তামিল এবং তেলুগুতে ইমোজি বা টেক্সট ব্যবহার করতে পারবেন।

Advertisment

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Apple Diwali offer