Advertisment

সাধ্যের মধ্যে Lava নিয়ে এল 64MP ক্যামেরা-সহ 5G স্মার্টফোন

90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের এই ফোনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন।

author-image
IE Bangla Tech Desk
New Update
সাধ্যের মধ্যেই এবার সাধপূরণ, নামমাত্র দামে পেয়ে যান এই সব স্মার্টফোন

মাত্র ১৯,৯৯৯ টাকায় Lava লঞ্চ 64MP ক্যামেরা সহ 5G স্মার্টফোন

Lava লঞ্চ করল তাদের প্রথম মিডরেঞ্জ 5G হ্যান্ডসেট Lava Agni 5G। নতুন এই 5G স্মার্টফোনে রয়েছে MediaTek’s new 5G চিপসেট। 64MP প্রাইমারি ক্যামেরা সহ একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। Realme 8s 5G, Redmi Note 10T 5G এবং মিড রেঞ্জের 5G মডেলের স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার আসরে নামতে হবে নতুন এই স্মার্টফোনকে। 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লের এই ফোনে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন।

Advertisment

Lava Agni 5G ফোনটি ভারতে আপাতত লঞ্চ করা হয়েছে একটি মাত্র স্টোরেজ ভ্যারিয়্যান্টে। সেই 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের এই ফোনের দাম ভারতে মাত্র ১৯,৯৯৯ টাকা। ১৮ নভেম্বর থেকে Amazon, Flipkart এবং দেশের বিভিন্ন অফলাইন রিটেল চ্যানেল থেকে এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। এদিকে মঙ্গলবার থেকে Lava-র অনলাইন স্টোর এবং Amazon-এ ফোনটির প্রি-বুকিংও শুরু হয়ে গিয়েছে। তবে, যে সব গ্রাহকরা ৫০০ টাকা দিয়ে প্রি-বুকিং করবেন, তাঁরা ফোনটি ক্রয় করার সময়ে ২,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। 

Lava Agni 5G স্পেসিফিকেশনস, ফিচার্স –

১. ডুয়াল-সিম সাপোর্টেড এই স্মার্টফোনে Android 11 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।

২. একটি 6.78 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে ফোনটিতে, যার রিফ্রেশ রেট 90Hz এবং একটি হোল-পাঞ্চ ডিজাইনও রয়েছে।

৩. পারফরম্যান্সের দিক থেকে ফোনটি চালিত হবে একটি অক্টা-কোর MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে, যা পেয়ার করা থাকছে 8GB পর্যন্ত RAM-এর সঙ্গে।

৪. একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে, যার প্রাইমারি সেন্সর 64MP। এই প্রাইমারি ক্যামেরার অ্যাপার্চার f/1.79 এবং এতে মোট ছয়টি লেন্স থাকছে। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই Lava Agni 5G মডেলে রয়েছে একটি 5MP ওয়াইড অ্যাঙ্গেল শুটার, একটি 2MP ডেপথ সেন্সর এবং আর একটি 2MP ম্যাক্রো শুটার।

৫. ফোনের প্রি-লোডেড ক্যামেরা ফিচার্সের মধ্যে রয়েছে, AI মোড, সুপার নাইট এবং প্রো মোড।

৬. সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Lava Agni 5G মডেলে রয়েছে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর। এই ফোনে 128GB পর্যন্ত UFS স্টোরেজ রয়েছে।

৭. কানেক্টিভিটির দিক থেকে ফোনটিতে থাকছে, 5G, 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS এবং একটি USB Type-C চার্জিং পোর্ট। একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই স্মার্টফোনে।

৮. 5,000mAh ব্যাটারি রয়েছে Lava Agni 5G স্মার্টফোনে, যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির তরফ থেকে দাবি করা হচ্ছে, মাত্র ৯০ মিনিটেই ফোনটি ১০০% চার্জ করতে সক্ষম হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lava 5G
Advertisment