Motorola ব্র্যান্ডের লেটেস্ট স্মার্ট ফোন টেক মার্কেটে হাজির হয়েছে। Moto G51 হ্যান্ডসেট ইতিমধ্যেই লঞ্চ করল ভারতে। এই ফোনে থাকছে কোয়ালকম Snapdragon 480 প্লাস প্রসেসর। সেই সঙ্গে নয়া এই ফোনে থাকছে 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া এই হ্যান্ডসেট আসছে 5G কানেক্টিভিটি সাপোর্ট। এর সঙ্গেই সংস্থার দাবী এই ফোনে একটানা ৩০ ঘণ্টার ব্যাটারি লাইফ মিলবে। Moto G51 স্মার্টফোনে থাকছে একটি সুবিশাল ডিসপ্লে। মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই মিলবে নয়া এই স্মার্ট ফোন। এখন নিউ ইয়ার সেলিব্রেশন হোক Moto G51 মডেলের সঙ্গে। এই নতুন হ্যান্ডসেট টেক্কা দেবে Redmi Note 11T, Poco M3 Pro 5G মডেলকে।
একঝলকে দেখে নেওয়া যাক, Moto G51 এর ফিচার্স গুলি-
Moto G51 স্মার্টফোনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে 50MP S5JKN1 সেন্সর। এছাড়া সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 8MP সেন্সর এবং একটি 2MP সেন্সর। Moto G51 মডেল সেলফি এবং ভিডিও কলিং-র জন্য ফ্রন্টে থাকছে 13MP সেলফি ক্যামেরা। Moto G51 হ্যান্ডসেটে রয়েছে 6.8 ইঞ্চির পাঞ্চ- হোল এলসিডি ডিসপ্লে। এই ফোনের স্ক্রিনের রিফ্রেশ রেট রয়েছে 120Hz এবং টাচ স্যাম্পেল রেট রয়েছে 240Hz। এই ডিভাইস কাজ করবে 2.2 GHz কোয়ালকম স্ন্যাপড্রাগন 480+ চিপসেটে। এই ফোনে স্টোরেজ স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ। তবে এক্সপ্যান্ডেবেল মেমরি কার্ডের মাধ্যমে ফোনের স্পেস বাড়ানোর অপশন থাকছে। Moto G51 হ্যান্ডসেটে রয়েছে 5,000 mAh ব্যাটারি। এছাড়া রয়েছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই স্মার্টফোনে পাওয়া যাবে ডলবি অ্যাটমোস সাউন্ড কোয়ালিটি।কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে থাকছে, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, জিপিএস, Bluetooth V 5.2 এবং অডিও জ্যাকের সাপোর্ট।এছাড়াও এই ফোনের ব্যাকে থাকছে, একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন