scorecardresearch

বাজারে এল বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ NoiseFit Evolve 2

NoiseFit Evolve 2 স্মার্টওয়াচটির বিশেষত্ব হল, এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, হার্ট রেট মনিটর সেন্সর।

বাজারে এল বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ NoiseFit Evolve 2
স্মার্ট ওয়াচ NoiseFit Evolve 2

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্মার্ট ওয়াচের চল। আর তাই, NoiseFit ভারতীয় বাজারে তাদের নতুন একটি স্মার্টওয়াচ লঞ্চ করল, যার নাম Evolve 2। এটি মূলত NoiseFit Evolve-এর উত্তরসূরী হিসেবে এসেছে, যেটি এখন আর ই-কমার্স সাইটেগুলিতে উপলব্ধ নয়। NoiseFit Evolve 2 স্মার্টওয়াচটির বিশেষত্ব হল, এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, হার্ট রেট মনিটর সেন্সর। আবার এটি সাত দিন ব্যাটারী লাইফ অফার করবে বলে সংস্থার দাবী। পাশাপাশি NoiseFit Evolve 2 স্মার্টওয়াচটিতে রয়েছে দু’টি ক্রাউন বাটন। আসুন স্মার্টওয়াচটির দাম, প্রাপ্যতা এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নয়েজফিট ইভলভ ২ স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা এবং এর এমআরপি ৭,৯৯৯ টাকা। এটি তিনটি রঙে উপলব্ধ – চারকোল ব্ল্যাক, ক্লাউড গ্রে এবং রোজ পিঙ্ক। আগামী ১৪ ডিসেম্বর থেকে স্মার্টওয়াচটিক ফ্লিপকার্টের মাধ্যমে ক্রয় করা যাবে।

NoiseFit Evolve 2 স্পেসিফিকেশন ও ফিচার

নয়েজফিট ইভলভ ২ স্মার্টওয়াচটি ৩৯০x৩৯০ পিক্সেল রেজোলিউশন বিশিষ্ট ১.২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার ডায়ালের সাইজ ৪২মিমি (mm)। কেসটিকে পলিকার্বোনেট ব্যবহার করে নির্মাণ করা হয়েছে এবং ওয়াচটিতে রয়েছে সিলিকন স্ট্র্যাপ। ওয়াচটিতে আছে দু’টি ক্রাউন বোতাম, যাদের ইউজার ইন্টারফেস (UI) জুড়ে নেভিগেট করতে ব্যবহার করা যাবে।

স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওয়াচটিতে ২৪ ঘন্টা হার্ট রেট মনিটর, অক্সিজেন মনিটির, স্লিপ ট্র্যকিং এবং স্ট্রেস মনিটরিংয়ের মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। একই সঙ্গে আছে ১২ টি স্পোর্টস মোড যেমন ওয়াকিং, সাইক্লিং, হাইকিং ইত্যাদি উপলব্ধ।

উলেখ্য, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে NoiseFit Evolve 2 ওয়াচটির মাধ্যমে দ্রুততার সঙ্গে কল এবং মেসেজের রিপ্লাই দেওয়া যায়। পাশাপাশি রয়েছে একাধিক ক্লাউড-ভিত্তিক কাস্টমাইসড ওয়াচ ফেস। নয়েজের দাবি, ওয়াচটিকে একবার চার্জে ৭-৮ দিন পর্যন্ত ব্যবহার করা সম্ভব। এছাড়া এটি জল প্রতিরোধ (৫০ মিটার) ক্ষমতা বিশিষ্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Technology noise fit evolve 2 smartwatch with spo2 monitor 7 days battery life announced