Advertisment

শুরু হল Ola ই-স্কুটারের বিক্রি, জেনে নিন ফিচার, দাম ও কালার অপশন

আপনি যদি একটি পরিবেশবান্ধব একটি বাইক কেনার প্ল্যানিং করে থাকেন তবে আপনার প্রথম পছন্দ হতে পারে নতুন এই ওলা ই-স্কুটার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'ওলা'র তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার S1 এবং S1 Pro

৭৫তম স্বাধীনতা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে বাজারে লঞ্চ হয়েছিল মোবইল ক্যাব পরিষেবা সংস্থা 'ওলা'র তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার S1 এবং S1 Pro । আর এর এক্স শোরুম মূল্য মাত্র ৯৯,৯৯৯ টাকা। এই স্কুটারটি দুটি মডেল রয়েছে - S1-এর দাম ৯৯,৯৯৯ টাকা আর S1 Pro মডেলটির দাম ১,২৯,৯৯৯ টাকা। এবার এই ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের জন্য সামনে নিয়ে আসা হল। আজ থেকেই এই স্কুটার বিক্রির জন্য ক্রেতাদের সামনে নিয়ে আসা হল। বেশ কিছু স্মার্ট ফিচার রয়েছে নতুন ওলা ই-স্কুটারে। আপনি যদি একটি পরিবেশবান্ধব একটি বাইক কেনার প্লানিং করে থাকেন তবে আপনার প্রথম পছন্দ হতে পারে নতুন এই ওলা ই-স্কুটার। এক নজরে দেখে নেওয়া যাক কেন আপনি এই স্কুটার কিনবেন? তবে একটি বিষয় আপনাকে কেনার সময় খেয়াল রাখতে হবে আপনি শুধুমাত্র ওলা অ্যাপের মাধ্যমেই এই স্কুটার কিনতে পারবেন। তবে ইতিমধ্যেই যেসকল ক্রেতা আগে থেকে প্রি-বুকিং করেছিলেন ডেলিভারির সময় তাদের অগ্রাধিকার দেওয়া হবে জানিয়েছে সংস্থা। জেনে নিন ওলা ই-স্কুটারে সেরা ফিচারগুলি।

Advertisment

Ola S1, Ola S1 Pro: দাম

আগেই বলা হয়েছে S1 মডেলটির দাম ৯৯,৯৯৯ টাকা এবং S1 Pro -এর মূল্য ১,২৯,৯৯৯ টাকা। তবে ভারতের কয়েকটি জায়গায় আরও কম দামে মিলবে এই স্কুটার। দিল্লিতে S1 - এর দাম ৮৫,০৯৯ টাকা এবং S1 Pro মডেলের দাম ১,১০,১৪৯ টাকা, গুজরাতে S1- ৭৯,৯৯৯ টাকা এবং S1Pro- ১,০৯,৯৯৯ টাকা,  মহারাষ্ট্রে S1- ৯৪,৯৯৯ টাকা এবং S1 Pro- ১,২৪,৯৯৯ টাকা এবং রাজস্থানে S1 - ৮৯,৯৬৮ টাকা এবং S1Pro- ১,১৯,১৩৮ টাকা। দুটি মডেলই ১৫ সেপ্টেম্বর থেকে ক্রেতারা কিনতে পারবেন। আপনি আপনার অর্ডার বুকিং কনফার্ম করার জন্য আপনাকে দিতে হবে ২০ হাজার টাকা অগ্রিম। বাকী টাকা আপনি ডেলিভারির সময় আপনি মিটিয়ে দিতে পারবেন। সামনের মাস থেকে আপনি টেস্ট রাইডও দেওয়ার সুযোগ পাবেন। আপনি প্রয়োজনে আপনার অর্ডার বাতিলও করতে পারেন। সংস্থা থেকে সরাসরি আপনার বাড়িতে ডেলিভারির সুবিধা মিলবে। ওলা অ্যাপের মাধ্যমে আপনি আপনার সাধের এই স্কুটার বুকিং করতে পারবেন।

Ola S1, Ola S1 Pro: ফিচার

ওলা S1 বৈদ্যুতিক স্কুটারে রয়েছে আকর্ষণীয় বেশ কিছু বৈশিষ্ট্। ৭ ইঞ্চি একটি সম্পূর্ণ ডিজিটাল টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে। স্কুটারটির বুটের পরিমাপ ৫০ লিটার, যা ইলেকট্রিক স্কুটারের মধ্যে সর্বোচ্চ। এছাড়া রয়েছে ক্রুজ কন্ট্রোল, রিভার্স মোড, ফুল এলইডি লাইটিং সেটআপ এবং ফাস্ট চার্জিং-এর ক্ষমতা রয়েছে।

সামনে এবং পিছনে দুটি ডিস্ক ব্রেক নিয়ে আসে এবং দুই পাশে একটি করে মনো-শক সাসপেনশন দেওয়া হয়েছে। এর একটি সেরা ফিচার ভয়েস কমান্ড। ওলা S1-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল স্কুটারটিতে ফোরজি, ওয়াই-ফাই এবং ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেওয়া হয়েছে ৩ জিবির ব়্যাম এবং একটি অক্টা-কোর প্রসেসর।

এছাড়া স্কুটারটিতে ইনবিল্ড স্পিকার এবং ভয়েস কমান্ডের সুবিধাও রয়েছে। প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে ব্যবহারকারী স্কুটারটির কাছে আসলেই সে বলে উঠবে 'হাই (ব্যবহারকারীর নাম)'। আবার দূরে চলে যাওয়ার সময় বলবে 'বাই (ব্যবহারকারীর নাম)'। ওলা ইলেকট্রিক স্কুটার আনলক করার তিনটি উপায় দেওয়া হয়েছে। স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে খোলা যাবে।

স্কুটারটির স্ক্রিনে পাসওয়ার্ড দিয়ে আর স্কুটারটির কাছে গেলে প্রক্সিমিটি সেন্সরের সাহায্যে। যাদের চাবি হারানোর ভয় আছে, তাদের জন্য এই বৈশিষ্টটি আদর্শ। আগেই বলা হয়েছে ৮.৫ কিলোওয়াট স্কুটারটির পিক পাওয়ার। এতে করে স্কুটারটি মাত্র ৩ সেকেন্ডে ০ থেকে প্রতি ঘন্টায় ৪০ কিলোমিটার গতিবেগ তুলতে পারে। ৫ সেকেন্ডে ওঠে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা।

ওলা জানিয়েছে, প্রো স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১১৫ কিলোমিটার। আর কম দামের মডেলটি ঘন্টার ৯০ কিলোমিটার। এছাড়া, এই স্কুটারে রয়েছে তিনটি রাইডিং মোড - নর্মাল, স্পোর্ট এবং হাইপার। আধুনিক এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে ৩.৯ কিলোওয়াটের আওয়ারের ব্যাটারি। বৈদ্যুতিক মোটরে এই ব্যাটারি সর্বোচ্চ ৮.৫ কিলোওয়াট শক্তি সরবরাহ করতে পারে। ৭৫০ ওয়াটের পোর্টেবল চার্জারের মাধ্যমে মাত্র ৬ ঘন্টার পুরো চার্জ করা যায় ব্যাটারিটি। ওলা সুপারচার্জার ব্যবহার করলে মাত্র ১৮ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে দাবি করেছে সংস্থা।

Ola S1, Ola S1 Pro: কালার অপশন

কালো, সাদা, নীল, লাল, হলুদ এবং বেগুনি-সহ আপনি এই ই-স্কুটার ক্রয়ের ক্ষেত্রে পাবেন ১০টি কালার ভ্যারিয়েন্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Ola E Scooter
Advertisment