Advertisment

Oppo লঞ্চ করল Reno 7 সিরিজ, জেনে নিন কী কী থাকছে নয়া এই স্মার্টফোনে

বিশ্বব্যাপী কবে এই স্মার্টফোন সামনে আসবে সে ব্যাপারে কোনও তথ্য এখনও সামনে আসেনি।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

Oppo লঞ্চ করল Reno 7 সিরিজ,

Oppo নিয়ে এল ব্র্যান্ডের Reno 7 সিরিজের বেশ কয়েকটি ৫জি স্মার্টফোন। তার মধ্যে রয়েছে Oppo Reno 7 5G, Reno 7 Pro 5G, Reno 7 SE 5G। সবকটি স্মার্ট ফোনেই রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। হোল পাঞ্চ ডিজাইন। সবকটি স্মার্ট ফোন আপাতত চিনের বাজারে লঞ্চ করা হয়েছে। বিশ্বব্যাপী কবে এই স্মার্ট ফোন সামনে আসবে সে ব্যাপারে কোন তথ্য এখনও সামনে আসেনি। Reno 7 সিরিজে স্মার্ট ফোনের বিষয়ে বেশ কিছু তথ্য সামনে এসেছে।

Advertisment

Oppo Reno 7 5G, Reno 7 Pro 5G, Reno 7 SE 5G: মডেলের দাম

Oppo Reno 7 5G-এর 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 2,699 (প্রায় ৩১,৫০০ টাকা)। ডিভাইসটির অন্য একটি 8GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 2,999 (প্রায় ৩৫,০০০ টাকা) এবং প্রিমিয়াম ভ্যারিয়েন্ট 12GB + 256GB মডেলের দাম CNY 3,299 (প্রায় ৩৮,৫০০ টাকা)।  অন্যদিকে, Oppo Reno 7 Pro 5G-এর বেস ভ্যারিয়েন্ট 8GB + 256GB মডেলের দাম CNY 3,699 (প্রায় ৪৩,২০০ টাকা)। স্মার্ট ফোনটির 12GB + 256GB ভেরিয়েন্টের দাম CNY 3,999 (প্রায় ৪৬,৭০০ টাকা)। Oppo Reno 7 SE 5G-এর দাম 8GB + 128GB-মডেলের দাম CNY 2,199 (প্রায় ২৫,৭০০ টাকা) এবং 8GB + 256GB মডেলের দাম CNY 2,399 (প্রায় ২৮,০০০ টাকা)। Oppo Reno 7 5G এবং Oppo Reno 7 Pro 5G ৩ ডিসেম্বর থেকে চীনের বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে, অন্যদিকে Reno 7 SE 5G বিক্রি শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। তিনটি Oppo Reno 7 মডেলই মর্নিং গোল্ড, স্টারে রেইন উইশ, এবং স্ট্যেয়ারি নাইট ব্ল্যাক কালার অপশন উপলব্ধ।

Oppo Reno 7 5G স্পেসিফিকেশন-

• Oppo Reno 7 5G এর পরিমাপ 156.8×72.1×7.59mm, ওজন 185 গ্রাম।

• সফটওয়্যারের দিক থেকে এই ফোন Android 11 ভিত্তিক ColorOS 12দ্বারা চালিত।

• এই ফোনে রয়েছে ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্ট।

• Oppo Reno 7 5G মডেলে রয়েছে একটি 6.43-ইঞ্চি FHD+ (1,080×2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে। যার অ্যাসপেক্ট রেশিও 20:9, রিফ্রেশ রেট 90Hz

• প্রসেসরের দিক থেকে এই স্মার্ট ফোনে রয়েছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G SoC প্রসেসর। যা পেয়ার করা থাকছে 12GB LPDDR4x RAM-এর সঙ্গে।

• অপটিক্সের দিক থেকে এই স্মার্ট ফোনে রয়েছে 64MP প্রাইমারি শুটার লেন্স, একটি 8MP ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো শুটার সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

• সেলফি এবং ভিডিও কলিং-এর জন্য এই ফোনে রয়েছে 32MP Sony IMX709 সেলফি শুটার। স্মার্ট ফোনটিতে 256GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে। সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, NFC, এবং একটি USB Type-C পোর্ট।

• 4,500mAh ব্যাটারি রয়েছে এই মডেলের স্মার্ট ফোনে। যা 60W ফ্ল্যাশ চার্জিং সাপোর্টেড।

Oppo Reno 7 Pro 5G স্পেসিফিকেশন-

• এই ফোনে রয়েছে একটি 6.55-ইঞ্চি FHD+ (1,080×2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট 90Hz এবং অ্যাসপেক্ট রেশিও 20:9।

• 12GB পর্যন্ত LPDDR4x RAM সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-ম্যাক্স SoC দ্বারা চালিত এই স্মার্ট ফোন।

• স্মার্ট ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে রয়েছে 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর একটি ওয়াইড-এঙ্গেল শুটার এবং একটি 2MP ম্যাক্রো শুটার লেন্স।

• স্মার্ট ফোনটিতে 256GB পর্যন্ত UFS 2.1 স্টোরেজ রয়েছে। সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, NFC, এবং একটি USB Type-C পোর্ট।

• এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 60W ফাস্ট ফ্ল্যাশ চার্জ সাপোর্ট।

Oppo Reno 7 Pro 5G স্পেসিফিকেশন-

• Oppo Reno 7 Pro 5G এর পরিমাপ 158.2×73.2×7.45mm এবং ওজন 180 গ্রাম।

• ফোনটি সফটওয়্যারের দিক থেকে Android 11-ভিত্তিক ColorOS 12 দ্বারা চালিত এবং এই মডেলে রয়েছে একটি 6.55-ইঞ্চি FHD+ (1,080×2,400 পিক্সেল) AMOLED ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 20:9। এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্টেড স্মার্ট ফোনটিতে রয়েছে ডুয়াল-সিম (ন্যানো)।

• ডিভাইসটি 12GB পর্যন্ত LPDDR4x RAM সহ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1200-ম্যাক্স SoC দ্বারা চালিত। স্মার্ট ফোনটিতে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে একটি 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর। একটি ওয়াইড-এঙ্গেল শুটার এবং একটি 2MP ম্যাক্রো শুটার লেন্স।

• সেলফির জন্য, স্মার্ট ফোনটিতে একটি f/2.4 লেন্স সহ একটি 32MP Sony IMX709 সেলফি ক্যামেরা রয়েছে।

• Oppo Reno 7 Pro 5G মডেলে রয়েছে 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ। কানেক্টিভিটির দিক থেকে এই মডেলে রয়েছে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.2 এবং আরও অনেক কিছু।  ফোনটিতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। এই মডেলের ফোনে রয়েছে একটি 4,500mAh ডুয়াল-সেল ব্যাটারি। যা 65W দ্রুত চার্জিং সমর্থন করে।

Oppo Reno 7 SE 5G স্পেসিফিকেশন-

• Oppo Reno 7 SE 5G এর পরিমাপ 160.2×73.2×7.45mm এবং ওজন 171 গ্রাম। স্মার্ট ফোনটি ডুয়াল-সিম (ন্যানো) সাপোর্টেড এবং উপরে ColorOS 12 সহ Android 11 সফটওয়্যার দ্বারা চলে এই ফোন।

• ডিভাইসটিতে রয়েছে একটি 6.43-ইঞ্চি FHD+ (1,080×2,400 পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং 90Hz রিফ্রেশ রেট 90Hz।

• স্মার্ট ফোনটি 8GB LPDDR4x RAM সহ অক্টা-কোর MediaTek Dimensity 900 SoC দ্বারা চালিত। Reno 7 SE 5G একটি 48MP Sony IMX581 প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ প্যাক করে, সঙ্গে রয়েছে একটি 2MP ম্যাক্রো শুটার এবং একটি 2MP ডেপথ ক্যামেরা৷

• সেলফির জন্য, Oppo Reno 7 SE 5G একটি f/2.4 লেন্স সহ একটি 16MP Sony IMX471 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।

• Oppo Reno 7 SE 5G মডেলে রয়েছে 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ। কানেক্টিভিটি অপশন হিসাবে এই ফোনে থাকছে 5G, 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.2, GPS/ A-GPS, এবং একটি USB Type-C পোর্ট। এছাড়াও একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্মার্ট ফোনটিতে রয়েছে একটি 4,500mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Oppo Reno 7 series
Advertisment