জল্পনা সত্যি করেই Redmi বাজারে নিয়ে এল ব্র্যান্ডের নয়া স্মার্টসিরিজ ফোন Redmi Note 11 সিরিজ। Redmi Note 10 সিরিজের ব্যাপক সাফল্যের পর Redmi Note 11 সিরিজ নিয়ে প্রত্যাশা তুঙ্গে স্মার্টফোন প্রেমীদের। মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে এই ফোন। Redmi Note 11 সিরিজে মোট তিনটি ফোন লঞ্চ করেছে সংস্থা। নতুন আকর্ষণীয় ডিজাইন নতুন চিপসেটের সঙ্গে লঞ্চ করা হয়েছে নতুন Redmi Note 11 সিরিজ। তিনটি ফোনেই একটি IR ব্লাস্টার, JBL-টিউনড স্টেরিও স্পিকার, একটি IP53 রেটিং, MIUI 12.5, সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি 3.5mm পোর্টের মতো বৈশিষ্ট্য রয়েছে। Redmi Note 11 সিরিজ সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Redmi Note 11
Redmi Note 11 ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz। এতে রয়েছে MediaTek Dimensity 810 প্রসেসর। যা পেয়ার করা থাকছে 6GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে। নতুন এই ফোনে রয়েছে একটি শক্তিশালী 5,000mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে থাকছে 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিং-র জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
Redmi Note 11 Pro
Redmi Note 11 Pro ফোনেও রয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz এবং 320Hz টাচ স্যাম্পেলিং সাপোর্ট। নতুন মডেল চালিত হবে MediaTek Dimensity 920 প্রসেসর দ্বারা। যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 256GB ইন্টারন্যাল স্টোরেজের সঙ্গে। নতুন এই ফোনে রয়েছে একটি শক্তিশালী 5,160mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং 2MP ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিং-র জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
Redmi Note 11 Pro+
Redmi Note 11 Pro+ ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 120Hz এবং 320Hz টাচ স্যাম্পেলিং সাপোর্ট। এই ফোন চালিত হবে MediaTek Dimensity 920 SoC প্রসেসর দ্বারা। যা পেয়ার করা থাকছে 8GB RAM এবং 256GB ইন্টারন্যাল স্টোরেজের সঙ্গে। Redmi Note 11 Pro+ ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট। অপ্টিক্সের দিক থেকে এই ফোনে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে রয়েছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা। এবং 2MP ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলিং-র জন্য রয়েছে 16MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা। সংস্থার দাবী মাত্র ১৫ মিনিট সময়ের মধ্যেই ১০০% চার্জ হয়ে যাবে নতুন এই ফোনে।
মূল্য এবং প্রাপ্যতা-
Redmi Note 11-এর প্রারম্ভিক মুল্য CNY 1,199 থেকে শুরু। অন্যদিকে Redmi Note 11 Pro-এর দাম CNY 1,599 থেকে শুরু হচ্ছে৷ Redmi Note 11 Pro+ এর দাম CNY 1,899। ভারতে কবে এই ফোন লঞ্চ হতে পারে সেই বিষয়টি এখনও নিশ্চিত করেনি সংস্থা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন