Samsung তাদের Galaxy A32 স্মার্টফোনের 8GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সামনে এনেছে। এই মডেলে রয়েছে নতুন ব়্যাম প্লাস ফিচার। যার জেরে ইউজাররা 4GB র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। Samsung Galaxy A32 মডেলে থাকছে নতুন octa-core MediaTek Helio series প্রসেসর। সঙ্গে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট।
Samsung Galaxy A32: ফিচার্স-
• এই মডেলের ফোনে থাকছে 6.4 ইঞ্চি ইনফিনিটি ইউ FHD+ sAMOLED ডিসপ্লে। যার রিফ্রেশ রেট 90Hz
• এই ফোনে থাকছে ৮০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট।
• নতুন এই স্মার্ট ফোনে থাকছে octa-core MediaTek Helio series প্রসেসর।
• এই স্মার্ট ফোনে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 15W অ্যাডাপ্টিভ ফাস্ট চার্জিং সাপোর্ট।
• অপটিক্সের দিক থেকে এই ফোনে থাকছে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 64MP সঙ্গে রয়েছে 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল শুটার লেন্স। 2MP ডেপথ সেন্সর। এছাড়াও সেলফির জন্য রয়েছে 20MP ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা।
• কানেক্টিভিটির দিক থেকে এই ফোনে রয়েছে 4G, ব্লুটুথ v5.0, ডুয়েল ব্যান্ড Wi-Fi, an আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং NFC সাপোর্ট।
Samsung Galaxy A32: মূল্য
Samsung Galaxy A32 8GB+128GB ভেরিয়েন্টের দাম 23,499 টাকা। স্মার্টফোনটি রিটেল আউটলেট, Samsung.com এবং সকল ই-কমার্স সাইটে উপলব্ধ। Galaxy A32 8GB তিনটি রঙের ভেরিয়েন্টে পাওয়া যাবে - Awesome Black, Awesome Blue, এবং Awesome Violet।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন