Advertisment

এবার ভারতে আসছে Samsung Galaxy Tab A8, জেনে নিন দাম এবং ফিচার

নতুন এই ট্যাবে পাওয়া যাবে ইউনিসক টি৬১৮ এসওসি প্রসেসর

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

Samsung নিয়ে এলো ব্র্যান্ডের নতুন ট্যাবলেট Galaxy Tab A8 2021

১৬ ডিসেম্বর লঞ্চ হয়েছিল Samsung Galaxy Tab A8, সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল আগামী জানুয়ারী থেকেই আমেরিকা সহ নানা দেশে মিলবে এই ট্যাব। এবার নতুন বছরে ভারতে আসতে চলেছে স্যামসুং ট্যাব A8,  খবরে উত্তাল টেকপ্রেমীরা। ই-কমার্স সাইট অ্যামাজনে এই ট্যাবলেটের জন্য একটি মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। উল্লেখ্য ২০২০ সালের শেষের দিকে লঞ্চ হয়েছিল Samsung Galaxy Tab A7। এর উত্তরসূরী হিসেবে ভারতীয় বাজারে আসতে চলেছে Samsung Galaxy Tab A8। নতুন এই ট্যাবে পাওয়া যাবে ইউনিসক টি৬১৮ এসওসি প্রসেসর, শক্তিশালী ৭,০৪০ এমএএইচ ব্যাটারি, কোয়াড স্পিকার সেটআপ। এছাড়া ট্যাবলেটটি সর্বাধিক ৪ জিবি র‍্যাম ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সহ আসছে। চলুন নয়া ট্যাবলেটটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Advertisment

ভারতে নতুন এই ট্যাব পাওয়া যাবে ২০ হাজার টাকার মধ্যেই। এবং মোট তিনটি কালারে আসতে চলেছে এই ট্যাব। তার মধ্যে রয়েছে গ্রে, সিলভার এবং পিঙ্ক গোল্ড।

এই ট্যাবে ১০.৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে থাকতে পারে। স্প্লিট স্ক্রিন মোড এবং ড্র্যাগ ও স্প্লিট ফিচার থাকতে পারে এই ট্যাবে। ৪ জিবি পর্যন্ত র্যাম থাকবে পারে এই ট্যাবে। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে থাকতে পারে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, টাইপ- সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। এই ট্যাবে ৭০৪০mAh ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

ডলবি অ্যাটমোস সাপোর্ট যুক্ত কোয়াড স্পিকার সেটআপ থাকতে পারে এই ট্যাবে। এছাড়াও ৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের প্রাইমারি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরায় থাকতে পারে ফেস আনলক ফিচারের সাপোর্ট। এই ট্যাবে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই স্টোরেজ আবার মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ৮- এর ওজন ৫০৮ গ্রাম। Samsung Galaxy Tab A8 ট্যাবলেটে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ছাড়াও সমস্ত প্রয়োজনীয় সেন্সর যেমন, অ্যাক্সিলেরোমিটার, আম্বিয়েন্ট লাইট সেনসর, জায়রোস্কোপ, হল সেন্সর, কম্পাস ইত্যাদি উপলব্ধ। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ভিত্তিক ওয়ান ইউআই (One UI) কাস্টম স্কিনে রান করবে।

Samsung Galaxy Tab A8
Advertisment