একনজরে দেখে নেওয়া যাক, ২০২২ সালের সেরা সম্ভাব্য ফোনের তালিকা

এক নজরে দেখে নিন আগামী বছরে স্যামসাং, ওপ্পো, ওয়ানপ্লাস, রেডমি, মটোরোলা কোন কোন ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে

এক নজরে দেখে নিন আগামী বছরে স্যামসাং, ওপ্পো, ওয়ানপ্লাস, রেডমি, মটোরোলা কোন কোন ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

একনজরে দেখে নেওয়া যাক কোন কোন স্মার্ট ফোন গুলি ২০২২-এ লঞ্চ হতে পারে

২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ সালকে স্বাগত জানানোর মুহূর্ত দোরগোড়ায় এসে হাজির হয়েছে। চলতি বছর বহু স্মার্টফোন বাজারে এসেছে। ২০২২ সালেও এই প্রবণতা জারি থাকবে। আগামী কয়েক মাসে একের পর এক স্মার্টফোন বাজারে আসতে পারে। ২০২২ সালের শুরুর দিকেই একগুচ্ছ প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ হতে পারে। এক নজরে দেখে নিন আগামী বছরে স্যামসাং, ওপ্পো, ওয়ানপ্লাস, রেডমি, মটোরোলা কোন কোন ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করেছে।

Advertisment

iQOO 9

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৬.৬২ ইঞ্চি বেজেল লেস ডিসপ্লে

Advertisment

• ৪৮ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ১৬ মেগাপিক্সেল ক্যামেরা

• স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট

• ৮জিবি র‍্যাম

• ৫,০০০ এমএএইচ ব্যাটারি

iPhone SE 3

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৪.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে

• এ১৫ বায়োনিক চিপ, সঙ্গে ৫জি সাপোর্ট

• ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল ক্যামেরা

• ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

• ২,৮২১ এমএএইচ ব্যাটারি

Samsung Galaxy S21 FE 5G

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে

• অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট

• ৮জিবি র‍্যাম, ২৫৬জিবি স্টোরেজ

• ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা

• ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা

• ৪,৫০০ এমএএইচ ব্যাটারি

Samsung Galaxy A13 5G

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে

• মিডিয়াটেক ডাইমেন্সিটি ৭০০ চিপসেট

• ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজ

• অ্যানড্রয়েড ১১ বেসড

• ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা

• ৫,০০০ এমএএইচ ব্যাটারি

Samsung Galaxy A91

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে

• স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট

• ৮জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজ

• অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম

• ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা

• ৪,৫০০ এমএএইচ ব্যাটারি

Xiaomi 11i

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে

• স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট

• ৮জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ

• অ্যানড্রয়েড ১১ বেসড অপারেটিং সিস্টেম

• ১০৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা

• ৪,২৫০ এমএএইচ ব্যাটারি

Xiaomi 12

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• Xiaomi 11-এর সাফল্যের পরে, Xiaomi 12 নতুন স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপ দ্বারা চালিত হবে।

• সিরিজটিতে একাধিক স্টোরেজ ভেরিয়েন্ট অন্তর্ভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে।

• অন্যান্য ফ্ল্যাগশিপ ফিচার অন্তর্ভুক্ত থাকবে।

• যার মধ্যে রয়েছে একটি বড় ব্যাটারি, ১০০ওয়াট ফাস্ট চার্জিং।

• এই ফোনে থাকবে একটি ট্রিপিল রিয়ার ক্যামেরা সেটআপ।

• এই ফোনে থাকবে একটি আন্ডার ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা।  

OnePlus 10

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• ফোনটিতে Snapdragon 8 Gen 1 চিপ এবং অন্যান্য চিত্তাকর্ষক স্পেসিফিকেশন থাকবে বলে আশা করা হচ্ছে।

• ডিজাইনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন চোখে পড়বে বলে আশা করা হচ্ছে।

• Oppo-এর ColorOS এবং OnePlus-এর OxygenOS এর মেলবন্ধনে একটি নতুন "ইউনিফায়েড ওএস" থাকবে এই ফোনে।

• ক্যামেরার দিক থেকে উন্নত ক্যামেরা থাকবে এই ফোনে।

Motorola Edge 30 Ultra

সম্ভাব্য স্পেসিফিকেশন-

Motorola Moto Edge 30 Ultra সবচেয়ে শক্তিশালী Motorola ফোন এবং এর সিরিজের সর্বোচ্চ-এন্ড ভেরিয়েন্ট হবে বলে আশা করা হচ্ছে।

Snapdragon 8 Gen 1 চিপ দ্বারা চালিত হওয়া ছাড়াও, Motorola ফোনটি একটি পাঞ্চ-হোল ফ্রন্ট ক্যামেরা, পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ, থাকবে বলে আশা।

একটি পাতলা-বেজেল ডিজাইন এবং পিছনে একটি ক্লাসিক মটোরোলা ডিম্পল সহ এই ফোন লঞ্চ করা হবে।

ফোনটিতে 144Hz রিফ্রেশ রেট সমর্থন এবং HDR10+ সার্টিফিকেশন সহ একটি 6.6-ইঞ্চি OLED প্যানেলও থাকবে বলে আশা করা হচ্ছে।

• ৫০০০ এমএএইচ বড় ব্যাটারি থাকবে এই ফোনে।

• এই ফোনে থাকতে পারে ৬০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

Samsung Galaxy S22

সম্ভাব্য স্পেসিফিকেশন-

• Galaxy S22 জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুর দিকে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

• স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজে থাকতে পারে দু’টি মডেল। একটি স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং অন্যটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা। অনলাইনে এখনও পর্যন্ত এই তথ্যই প্রকাশ হয়েছে।

• যদিও এই প্রসঙ্গে স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছুই ঘোষণা করেননি। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য ব্যাটারি ক্যাপাসিটি বা ক্ষমতা সম্পর্কেও বিভিন্ন সাইটে নানা রকমের তথ্য ঘুরছে। চিনের 3C certification site- এ স্যামসাং গ্যালাক্সি এস২২+ এবং স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা— এই দুই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে তথ্য প্রকাশ হয়েছে।

• স্যামসাং গ্যালাক্সি এস২২+ মডেলে থাকতে পারে ৪৫০০mAh ব্যাটারি। এই ফোনের সম্ভাব্য ব্যাটারির মডেল নম্বর EB-BS906ABY। এই ব্যাটারিতে সর্বোচ্চ ভোল্টেজ থাকতে পাত্র ৪.৪৫V। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের ব্যাটারির সম্ভাব্য মডেল নম্বার EB-BS908ABY

• অন্যান্য অনেক সূত্রে আবার শোনা যাচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজে থাকতে পারে একটি ভ্যানিলা মডেল। অর্থাৎ গ্যালাক্সি এস২২ মডেল থাকার সম্ভাবনা রয়েছে এই স্মার্টফোনের সিরিজে। এর আগে শোনা গিয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফোনগুলিতে থাকতে পারে ৬৫W ফাস্ট চার্জিং সাপোর্ট। তবে ফোনের বাক্সে ৬৫W ফাস্ট চার্জার থাকার সম্ভাবনা নেই বলেই শোনা গিয়েছে। ক্রেতাদের হয়তো আলাদা করে এই চার্জার কিনতে হতে পারে।

• স্যামসাং গ্যালাক্সি এস২১ আলট্রা ফোনের মতো গ্যালাক্সি এস২২ আলট্রা মডেলেও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে (a refined version)। গত এপ্রিল মাসে শোনা গিয়েছিল যে Olympus- এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাং। সেই সময় এও শোনা গিয়েছিল যে স্যামসাং গ্যালাক্সির আসন্ন স্মার্টফোন সিরিজের জন্য ক্যামেরা নির্মাণ করবে Olympus। অনুমান হয়তো গ্যালাক্সি এস২২ সিরিজের ক্যামেরা নির্মাণে স্যামসাং কর্তৃপক্ষকে সাহায্য করবে ওই সংস্থা। যদিও স্যামসাং সংস্থার তরফে তাদের গ্যালাক্সি এস২২ সিরিজ প্রসঙ্গে এখনও কোনও তথ্যই প্রকাশ করা হয়নি।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন