Samsung Galaxy A52s 5G স্মার্টফোন এল বাজারে, জানুন আকর্ষণীয় ফিচার ও দাম

এই মডেলের ফোনে থাকছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G SoC প্রসেসর।

এই মডেলের ফোনে থাকছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G SoC প্রসেসর।

author-image
IE Bangla Tech Desk
New Update
Samsung Galaxy A52s 5G

Samsung Galaxy A52s 5G স্মার্টফোন এল বাজারে

Samsung নিয়ে এসেছে ব্র্যান্ডের মিডরেঞ্জের প্রিমিয়াম স্মার্টফোন। সফটওয়্যারের দিক থেকে এই ফোন চালিত হবে Android 11 বেসড সফটওয়্যার দ্বারা। 6.5-ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে রয়েছে এই প্রিমিয়াম স্মার্টফোনে। যার রিফ্রেশ রেট 120Hz।

Advertisment
publive-image

64MP প্রাইমারি লেন্স সহ এই মডেলে থাকছে কোয়াড রিয়াল ক্যামেরা সেটআপ। OIS লেন্স সহ এর অ্যাপার্চার f/1.8। অন্যান্য ক্যামেরাগুলির মধ্যে রয়েছে একটি f/2.2 আলট্রা-ওয়াইড লেন্স সহ একটি 12MP সেন্সর, এছাড়াও রয়েছে একটি 5MP ম্যাক্রো শ্যুটার এবং একটি 5MP টেলিফটো সেন্সর। সেলফির জন্য এই মডেলে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপার্চার f/2.2।

publive-image
Advertisment

Galaxy A52s মডেলে রয়েছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি।

এই মডেলের ফোনে থাকছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G SoC প্রসেসর। যা পেয়ার করা থাকে 8GB RAM’র সঙ্গে।

publive-image

Samsung Galaxy A52s 5G, (6GB RAM + 128GB) স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। 8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৪৯৯ টাকা।

publive-image

Samsung Galaxy A52s 5G মডেল Amazon, Samsung.com এবং দেশের সকল বড় আউটলেটগুলিতে উপলব্ধ। কালো, বেগুনি এবং সাদা রঙের বিকল্পে পাওয়া যাবে এই মডেল। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Samsung Galaxy A52s 5G