Samsung নিয়ে এসেছে ব্র্যান্ডের মিডরেঞ্জের প্রিমিয়াম স্মার্টফোন। সফটওয়্যারের দিক থেকে এই ফোন চালিত হবে Android 11 বেসড সফটওয়্যার দ্বারা। 6.5-ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে রয়েছে এই প্রিমিয়াম স্মার্টফোনে। যার রিফ্রেশ রেট 120Hz।
Advertisment
64MP প্রাইমারি লেন্স সহ এই মডেলে থাকছে কোয়াড রিয়াল ক্যামেরা সেটআপ। OIS লেন্স সহ এর অ্যাপার্চার f/1.8। অন্যান্য ক্যামেরাগুলির মধ্যে রয়েছে একটি f/2.2 আলট্রা-ওয়াইড লেন্স সহ একটি 12MP সেন্সর, এছাড়াও রয়েছে একটি 5MP ম্যাক্রো শ্যুটার এবং একটি 5MP টেলিফটো সেন্সর। সেলফির জন্য এই মডেলে থাকছে 32MP ফ্রন্ট ক্যামেরা যার অ্যাপার্চার f/2.2।
Advertisment
Galaxy A52s মডেলে রয়েছে একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এই ফোনে রয়েছে 4,500mAh ব্যাটারি।
এই মডেলের ফোনে থাকছে অক্টা-কোর Qualcomm Snapdragon 778G SoC প্রসেসর। যা পেয়ার করা থাকে 8GB RAM’র সঙ্গে।