বছর শেষে সোনির অফার, জেনে নিন কোন কোন প্রোডাক্টে থাকছে বড় ছাড়

এই অফারের মধ্যে থাকছে ক্যাশ ডিসকাউন্ট, সঙ্গে থাকছে বর্ধিত ওয়ারেন্টি এবং একই সঙ্গে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক

এই অফারের মধ্যে থাকছে ক্যাশ ডিসকাউন্ট, সঙ্গে থাকছে বর্ধিত ওয়ারেন্টি এবং একই সঙ্গে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে সোনি তার ব্রাভিয়া টিভির ওপর দিচ্ছে বড় ছাড়।

বড়দিন এবং নতুন বছরের প্রাক্কালে Sony নিয়ে এসেছে ব্র্যান্ডের একাধিক প্রোডাক্টের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট। অফার উপলক্ষে গ্রাহকরা সোনির একাধিক প্রোডাক্টের ওপর পাবেন বর ছাড়ের সুযোগ। এর মধ্যে যেমন রয়েছে ব্রাভিয়া টেলিভিশন, হেডফোন, স্পিকার তেমনই সোনি ক্যামেরা ক্রয়ের ওপরও পাবেন বড় ছাড়।

Advertisment

সোনি ব্রাভিয়া টিভি অফার-

নিউ ইয়ার সেলিব্রেশন উপলক্ষে সোনি তার ব্রাভিয়া টিভির ওপর দিচ্ছে বড় ছাড়। ব্রাভিয়ার মোট ২২ টি মডেলের ওপর এই ছাড় প্রযোজ্য। তালিকায় রয়েছে XR সিরিজের স্মার্ট টিভি, 4K আলট্রা এইচডি সিরিজ, ফুল এইচডি সিরিজের পাশাপাশি এলইডি টিভিও রয়েছে। এই অফারের মধ্যে থাকছে ক্যাশ ডিসকাউন্ট, সঙ্গে থাকছে বর্ধিত ওয়ারেন্টি এবং একই সঙ্গে থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাক। সোনির তালিকাভুক্ত টিভিগুলির ওপর গ্রাহকরা পাবেন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। সেই সঙ্গে থাকছে ব্যাঙ্ক অফার। ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে টিভি কেনার ওপর থাকছে অতিরিক্ত ১০ শতাংশ পর্যন্ত ছাড়। মোট ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

অডিও প্রোডাক্টের অফার-

Advertisment

Sony ব্র্যান্ডের অডিও পণ্যের ওপর দিচ্ছে বর ছাড়। অডিও প্রোডাক্টের মধ্যে রয়েছে সোনি ইয়ার ফোন, ব্লুটুথ স্পিকার, ওয়্যারলেস ইয়ারবাড, সাউন্ডবার এবং হোম থিয়েটার সিস্টেম। অফার উপলক্ষে এই অডিও পণ্য ক্রয়ের ওপর গ্রাহকরা পাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সেই সঙ্গে থাকছে ক্যাশব্যাক অফারও। অফারের তালিকা ওয়েবসাইটে অন্তর্ভুক্ত। এছাড়াও অ্যামাজন এবং ফ্লিপকার্টে এই অফার উপলব্ধ।

ক্যামেরা এবং অ্যাক্সেসরিজ অফার-

সোনির এই ছাড়ের আওতায় রয়েছে ক্যামেরা, চিপ সহ অন্যান্য আনুষঙ্গিক প্রোডাক্ট। অফারের আওতায় মিররলেস ক্যামেরা, জুমলেন্স ক্যামেরা, ক্যামেরার অ্যাক্সেসরিজ, মেমরি কার্ড এবং আরও অনেক কিছু রয়েছে। অফারের মধ্যে রয়েছে নো কস্ট ইএমআই, এক্সচেঞ্জ, ক্যাশব্যাক অফার এবং ব্যাঙ্ক অফার। এছাড়াও থাকছে অনস্পট ডিস্কাউন্ট অফারও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sony Offer