Advertisment

iPhone 12 সিরিজে বড় ছাড় দিচ্ছে Flipkart এবং Amazon, তাড়াতাড়ি কিনে ফেলুন

ফ্লিপকার্টে আপনার পুরনো ডিভাইস এক্সচেঞ্জে আপনি পেতে পারেন ১৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ের সুযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আইফোন 12 সিরিজে বড় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট এবং অ্যামাজন

অ্যাপলের iPhone 13 সিরিজের ইভেন্টের মাত্র কয়েক ঘণ্টা আগে থেকেই iPhone 12 সিরিজে বড় ছাড় দিচ্ছে ভারতের দুটি বৃহত্তম ই-কমার্স জায়েন্ট প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন। উভয় ই-কমার্স প্ল্যাটফর্মই কোনও ‘ব্র্যান্ড-নির্দিষ্ট’ বিক্রয় ইভেন্ট আয়োজন না করলেও এবং এখনও গত বছরের লঞ্চ হওয়া আইফোনের 12 সিরিজের ওপর দিচ্ছে বিশাল ডিসকাউন্টের সুযোগ। একনজরে দেখে নেওয়া যাক ডিলগুলির সম্পর্কে।  

Advertisment

iPhone 12 সিরিজ- অ্যামাজন এবং ফ্লিপকার্টে বিশেষ ছাড়

অ্যামাজনে iPhone 12 এর 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৭৮,৯৫০ টাকায়। এটি মূলত ৮৪,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। অ্যামাজন এই মডেলের ওপর দিচ্ছে ৫,৯৫০ টাকার বিশেষ ছাড়। 64GB স্টোরেজ মডেলটি বর্তমানে প্ল্যাটফর্মে উপলদ্ধ নেই। কিন্তু, যদি আপনি এই মডেলটি কিনতে চান তাহলে আপনি এটি ফ্লিপকার্টের মাধ্যমে বেশ কম মূল্যে এই মডেলটি পেতে পারেন।

ফ্লিপকার্টে iPhone 12, 64GB স্টোরেজ ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন মাত্র ৬৬,৯৯৯ টাকায়। ই-কমার্স জায়েন্ট স্ট্যান্ডার্ড মডেলে দিচ্ছে ১২,৯০১ টাকার বিশেষ ছাড়। iPhone 12-এর 128GB মডেলটি পাবেন মাত্র ৭১,৯৯৯ টাকা অফার প্রাইজে। এই সিরিজের 256GB ভেরিয়েন্টের দাম ৮১,৯৯৯ টাকা।

এছাড়াও ফ্লিপকার্টে আপনার পুরনো ডিভাইস এক্সচেঞ্জে আপনি পেতে পারেন ১৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ের সুযোগ। তুলনামূলকভাবে, অ্যামাজন আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে দিচ্ছে ১৪,২০০ টাকা পর্যন্ত ছাড়।

ফ্লিপকার্টে, আপনি iPhone 12 মিনি মডেলে পাচ্ছেন ৯,৯০১ টাকার বিশেষ ছাড়। আপনি এখন iPhone 12 মিনি কিনতে পারেন মাত্র ৫৯,৯৯৯ টাকায়। iPhone 12 প্রো মডেলটি আপনি পেতে পারেন ১,১৫,৯০০ টাকায়। এই দাম 128GB মডেলের জন্য। এবং এই মডেল ক্রয়ের উপর আপনি পেয়ে যাবেন ৪,০০০ টাকার বিশেষ ছাড়ের সুযোগ।

অন্যদিকে, আমাজনে iPhone 12 Pro, 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট আপনি পাবেন ১,০৬,৯০০ টাকায়। অ্যামাজন প্রো ভার্সনে দিচ্ছে বড় ছাড়। এই মডেল ক্রয়ে আপনি অ্যামাজনে পাবেন ১৩,০০০ টাকার ছাড়। iPhone 12 মিনি বর্তমানে অ্যামাজনে উপলদ্ধ নেই।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

iPhone 12 amazon flipkart
Advertisment