প্রত্যাশামতোই ভারতে লঞ্চ হল Tecno Spark 8T, বাজেট ফ্রেন্ডলি এই স্মার্ট ফোনের দাম ৯ হাজার টাকারও কম। Amazon-এ আজ থেকেই এই ফোন কিনতে পারবেন ক্রেতারা। Tecno Spark 8T ফোনে পাওয়া যাবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ও ডট নচ ডিসপ্লে। ফোনটি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Tecno Spark 8T স্মার্ট ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।
Tecno Spark 8T মডেলের দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই দাম ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। ফোনটি আটলান্টিক ব্লু, টারকোয়েস সায়ান, আইরিস পার্পেল ও কোকো গোল্ড কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
Tecno Spark 8T ফিচার্স-
• ডুয়েল সিমের টেকনো স্পার্ক ৮টি ফোনে আছে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও ৯১.৩ শতাংশ।
• এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা কোর প্রসেসর। টেকনো স্পার্ক ৮টি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।
• মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে। এই ফোনটি সুপার বুস্ট সিস্টেম অপ্টিমাইজেশন সহ এসেছে।
• অপ্টিক্সের দিক থেকে Tecno Spark 8T ফোনের পিছনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৬ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়েল ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
• নতুন এই মডেলের ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি সংস্থার দাবি, একবার চার্জে ৪০ ঘণ্টার পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনে।
• Tecno Spark 8T ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড হাইওএস ৭.৬ কাস্টম স্কিনে রান করবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। ফোনটির ওজন ১৯২ গ্রাম।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন