হোয়াটসঅ্যাপকে সবচেয়ে জনপ্রিয় তাৎক্ষনিক মেসেজিং সার্ভিসের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি প্লাটফর্ম।, যা সারা বিশ্বের লোকেরা প্লাটফর্ম ব্যবহার করে মেসেজ মিডিয়া ফাইল সহ একাধিক বিষয় আদান প্রদান করে থাকেন। এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম, আমাদেরকে সারা বিশ্ব থেকে ব্যবহারকারীদের সঙ্গে সংযোগ করার পাশাপাশি ছবি, ভিডিও এবং অডিও ক্লিপগুলির মতো মিডিয়া শেয়ার করার অনুমতি দেয়।
আপনি যদি আপনার কন্টাক্ট লিস্টে থাকা একাধিক ব্যক্তিকে একেবারে কোন একটি মেসেজ সেন্ড করতে চান তবে আপনি একটি broadcast list তৈরি করে সহজেই এই কাজ করতে পারেন।
অ্যান্ড্রয়েডের জন্য হোয়াটসঅ্যাপে কীভাবে একটি broadcast list তৈরি করবেন-
• আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করুন।
• ডান দিকে কোনায় অবস্থিত থ্রিডট মেনুতে ক্লিক করুন।
• New broadcast option ট্যাপ করুন।
• কন্ট্যাক্ট লিস্টে থাকা কন্ট্যাক্ট সিলেক্ট করুন যেগুলি আপনি broadcast list-এ আনতে চাইছেন।
• কন্ট্যাক্টে টিক মার্ক করে নির্বাচন করুন।
• আপনি broadcast list তৈরি করার পর সহজেই একটি মেসেজ সেই লিস্টে থাকা সকলে একসঙ্গে প্রেরণ করতে পারবেন।
broadcast list অনুসারে একটি মেসেজ পাঠানোর পর তা সকল গ্রাহকদের কাছে সেন্ড হবে। যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে আছেন এবং সেখানে থেকে যাদের আপনি broadcast list-এ অ্যাড করেছেন। এর সঙ্গে একটি বিষয় মনে রাখতে হবে, আপনি আমন কাউকে কোন মেসেজ পাঠাতে পারবেন না যাদের নম্বর আপনার কন্ট্যাক্ট লিস্টে নেই। ব্যবহারকারীরা একটি সাধারণ হোয়াটসঅ্যাপ মেসেজ হিসাবে মেসেজটি পাবেন। সর্বাধিক কন্ট্যাক্টে থাকা ২৫৬ জনকে আপনি এই লিস্টে অ্যাড করতে পারেন।
কিভাবে একটি broadcast list আপনি এডিট করবেন, জেনে নিন পদ্ধতি-
• আপনি যে broadcast list এডিট করতে চাই সেটি ওপেন করুন এবং ট্যাপ করুন।
• broadcast list-এর উপরের দিকে থ্রি ডট মেনুতে ক্লিক করুন।
• broadcast list-ইনফো অপশন প্রেস করুন।
• broadcast list-ইনফো অপশন তালিকার মধ্যে আপনি এডিট করার বিকল্প গুলি খুঁজে পাবেন। এর মধ্যে থেকে আপনি কাউকে অ্যাড করতে পারবেন, কাউকে বাদ দিতে পারবেন সেই লিস্ট থেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন