WhatsApp ভয়েস transcribe: জেনে নিন বিস্তারিত

এটি অ্যাকসেস করতে আপনাকে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে।

এটি অ্যাকসেস করতে আপনাকে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন পড়বে।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার

WhatsApp ভয়েস transcribe নয়া ফিচার নিয়ে হাজির মেসেজিং অ্যাপ। অনেক ক্ষেত্রে টাইপ করা অনেকের পক্ষেই দুরহ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে মেসেজ পাঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি হল ভয়েস মেসেজ। কিন্তু অনেক ক্ষেত্রে এমন সমস্যা উঁকি মারে যখন আপনি রাস্তায় অথবা অফিসে রয়েছেন কেউ আপনাকে WhatsApp ভয়েস মেসেজ সেন্ড করল কিন্তু আপনি আপনার প্রাইভেসির কারণে সকলে সামনে সেই মেসেজ ওপেন করতে পারছেন না, উপায়ও নেই কারণ আপনি সঙ্গে হেডফোন রাখেননি। সেক্ষেত্রে ভয়েস ট্রান্সক্রিপশন বিশেষ কার্যকর হয়ে ওঠে। ভয়েস নোট ট্রান্সক্রাইব WhatsApp-র কোন নির্দিষ্ট ফিচার নয়। এটি অ্যাকসেস করতে আপনাকে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হয়। বর্তমানে এই বৈশিষ্টটি বিটা ভার্সনের জন্য উপলব্ধ। এটি কীভাবে ব্যবহার করবেন তা জানতে প্রতিবেদনটি পড়ুন।

Advertisment

ধাপ ১: আপনি আপনার ফোনের প্লে-স্টোরে যান এবং ‘Transcriber’ অ্যাপটি ইন্সটল করুন। সেখানে অনেক কিছু সেট আপ করার কিছু নেই, তবে অ্যাপটি ডিফল্ট রূপে শুধুমাত্র ইংরেজি এবং স্প্যানিশ ভাষা সনাক্ত করবে। আপনি ইংরেজি এবং হিন্দির মতো সনাক্তকরণের জন্য অন্য কোন ভাষা বেছে নিতে অ্যাপের সেটিংসে পরিবর্তন করতে পারেন।

ধাপ ২: অ্যাপে WhatsApp ভয়েস নোট শেয়ার করুন। WhatsApp চ্যাটে যান যেখানে ভয়েস নোট আছে। উপরের ডানদিকে বিভিন্ন বিকল্প দেখতে ভয়েস নোটে দীর্ঘক্ষণ প্রেস করুন। থ্রিডট মেনুতে ক্লিক করুন এবং 'শেয়ার' নির্বাচন করুন।

Advertisment

ধাপ ৩: ভয়েস নোট ‘Transcribe’ করতে WhatsApp‘Transcriber’ বিকল্পটি বেছে নিন। নেক্সট স্ক্রিনে শেয়ারিং অপশনের মধ্যে থেকে এটি খুঁজে নিন। অ্যাপটির ইন্টারফেস খুলতে এটি ক্লিক করুন। এখানে আপনি দুটি অপশনের মধ্যে থেকে ‘Transcribe’ অপশনটি বেছে নিন।এবং ট্রান্সক্রিপশন সম্পূর্ণ হওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

আপনি এরপর আপনার ট্রান্সক্রাইব করা মেসেজ টি একটি ছোট বক্সে দেখতে পাবেন। সেখান থেকে আপনি কপি এবং শেয়ার করতে পারবেন সেই মেসেজটি। অ্যাপটি আপনার জন্য যথোপযুক্ত বলে হলে অ্যাপের ফ্রি ভার্সন ছেড়ে পেইড ভার্সন উন্নত পরিষেবার জন্য আপনি বেছে নিতে পারেন। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

WhatsApp Voice Notes