ফ্রি ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp তার ইউজারদের জন্য আনতে চলেছে সম্পূর্ণ এক নয়া ফিচার। নতুন এই ফিচার অনুসারে ইউজাররা শেষবারের মতো কখন অনলাইন ছিলেন (last seen) WhatsApp-এ তা তারা তাদের WhatsApp কন্ট্যাক্টে থাকা কোনও নির্দিষ্ট ব্যক্তির থেকে আড়াল করতে পারবেন। WhatsApp তার প্রাইভেসি সেটিংস বিভাগে “My contacts except” বিকল্প আনার পরিকল্পনা করছে। যার মাধ্যমে WhatsApp-ইউজাররা, তাদের WhatsApp কন্ট্যাক্টে থাকা কোনও নির্দিষ্ট ব্যক্তির থেকে আড়াল করতে পারবেন তিনি শেষ কখন অন হয়েছিলেন WhatsApp-এ সেই বিষয়টি।
এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় বৈশিষ্ট্য কারণ আপনি অনেকসময়ই আপনার WhatsApp কন্ট্যাক্টে থাকা কোন নির্দিষ্ট ব্যাক্তির থেকে আড়াল করে রাখতে চান আপনি কখন অনলাইনে আছেন অথবা আপনি শেষবার কখন অনলাইন হয়েছিলেন। তবে এখানে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ আপনি যখন বিশেষ এই ফিচারের মাধ্যমে নিজের অনলাইনে থাকার তথ্য অন্য কারওর সঙ্গে শেয়ার করতে চাইবেন না তখন আপনিও অন্যদের অনলাইনে হওয়ার বিষয়েও কোনও কিছুই জানতে পারবেন না বা আপনার স্ক্রিনে দেখতে পাবেন না।
WaBetaInfo-এর রিপোর্ট অনুসারে নতুন এই ফিচারটি iOS এবং Android উভয় ইউজারদের জন্যই নিয়ে আসতে চলেছে WhatsApp। WaBetaInfo- এই ফিচার সম্বন্ধে রিপোর্ট করার সময় একটি স্ক্রিনশট শেয়ার করেছে। এই বিকল্পের মধ্যেই যুক্ত হতে চলেছে আরও দুটি প্রাইভেসি অপশন। প্রোফাইল ফটো (Profile photo) এবং নিজের সম্পর্কে (About)। একই বিকল্পের মধ্যে তিনটি বিষয়কে একসঙ্গেই ইউজাররা এবার থেকে তার WhatsApp কন্ট্যাক্টে থাকা কোনও নির্দিষ্ট ব্যক্তির থেকে আড়াল করতে পারবেন।
আর পড়ুন: WhatsApp: কীভাবে চ্যাট ব্যাকআপ Google Drive-এ রাখবেন এবং রিস্টোর করবেন?
বর্তমানে WhatsApp-ইউজাররা, তাদের প্রাইভেসি সেটিংসে এই বিষয়টি WhatsApp কন্ট্যাক্টে থাকা ইউজারদের থেকে আড়াল করার ক্ষেত্রে তিনটি বিকল্প পান। “সবাই,"( Everyone) "আমার পরিচিতি"( My Contacts) এবং "কেউ না (Nobody)। নতুন এই ফিচারের ফলে ইউজাররা তিনটি বিকল্পের সঙ্গে আরও একটি বিকল্প দেখতে পাবেন ““My contacts except”। এই প্রাইভেসি অপশনগুলির মাধ্যমে আপনি সহজেই আপনার WhatsApp-প্রাইভেসি গুলিকে নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন যার মধ্যে প্রোফাইল ফটো (Profile photo) এবং নিজের সম্পর্কে (About)।
এগুলি ছাড়াও থাকছে আপনি শেষবার কখন WhatsApp-এ অনলাইন ছিলেন সেই তথ্যটি আপনি নতুন এই ফিচারের সঙ্গে খুব সহজেই আড়াল করতে পারবেন আপনার WhatsApp কন্ট্যাক্টে থাকা কোনও নির্দিষ্ট ব্যক্তির থেকে। প্রাইভেসি সেটিংসের ওপর আপনার পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে। রিপোর্ট অনুসারে পাওয়া তথ্য অনুযায়ী, “My contacts except” বিকল্পটি এখনই সব ইউজাররা ব্যবহারের জন্য পাবেন না। WhatsApp-বিটা ইউজাররা এই ফিচারের ভবিষ্যত আপডেটে পাবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন