Advertisment

WhatsApp আনছে ভয়েস মেসেজ ট্র্যান্সক্রিপশন ফিচার, জেনে নিন বিস্তারিত

ফিচারটি শীঘ্রই আইওএস বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার

WhatsApp চ্যাট ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাপোর্ট যুক্ত করেছে এবং WhatsApp খুব দ্রুত তার ইউজারদের জন্য নিয়ে আসতে চলেছে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচার। WaBetaInfo রিপোর্ট অনুসারে পাওয়া তথ্যে জানা গেছে, বর্তমানে এই ফিচারটি পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রয়েছে।  

Advertisment

উদ্ধৃত সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে, আপনার মেসেজগুলি WhatsApp অথবা Facebook সার্ভারে পাঠানো হবে না, তবে অ্যাপলের তরফ থেকে পাওয়া যাবে একটি ট্র্যান্সক্রিপশন। এটি অ্যাপলকে তার ‘স্পিচ রেকগনাইজেশন’ টেকনোলজিকে আরও উন্নত করতে সাহায্য করবে। প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এটি একটি বিকল্প হিসাবে কাজ করবে। যখন ইউজাররা একটি ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট করতে চাইছেন তখন তাঁদের ডিভাইসের স্পিচ রিকগনিশনে WhatsApp-এর অ্যাক্সেস দিতে হবে।

আপনি একবার সম্মতি প্রদান করলে আপনি ট্রান্সক্রিপশন পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। আপনি যখন আপনার ডিভাইসে একটি ভয়েস মেসেজ প্লে করবেন তখন আপনার মোবাইল স্ক্রিনে একটি ‘ট্রান্সক্রিপ্ট সেকশন’ পপ আপ হবে। এবং সেখান থেকেই আপনি আপনার মেসেজগুলি পড়তে পারবেন। আপনি যেকোনও পয়েন্ট থেকেই ভয়েস মেসেজ প্লে করতে পারেন।

যখন কোনো মেসেজ প্রথমবার ট্রান্সক্রিপ্ট করা হয়, তখন তার ট্রান্সক্রিপশন WhatsApp-এর ডেটাবেসে সংরক্ষিত থাকে। তাই আপনি যদি এটির ট্রান্সক্রিপশন পড়ে দেখতে চান তাহলে এটি পুনরায় ট্রান্সক্রিপ্ট করার প্রয়োজন হবে না।

উদ্ধৃত সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই বৈশিষ্ট্যটি কবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সামনে আনা হবে তা অজানা। তবে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন ফিচারটি শীঘ্রই আইওএস বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Whatsapp
Advertisment