New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/WhatsApp_Reuters_2.jpg)
WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার
আইওএস প্ল্যাটফর্মে তার বিটা ব্যবহারকারীদের জন্য আপডেট 2.21.200.11 সংস্করণ সামনে এনেছে WhatsApp।
WhatsApp নিয়ে এসেছে নয়া ফিচার
WhatsApp ইউজারদের জন্য বড় খবর। WhatsApp তার iOS বিটা ইউজারদের জন্য নিয়ে এসেছে সাম্প্রতিকতম আপডেট। আইওএস প্ল্যাটফর্মে তার বিটা ব্যবহারকারীদের জন্য আপডেট 2.21.200.11 সংস্করণ সামনে এনেছে WhatsApp। এই আপডেটটি ইউজারদের রিডিজাইন chat bubble দেখার অনুমতির সঙ্গে কিভাবে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার কাজ করছে তা দেখতে পাবেন WhatsApp iOS বিটা ইউজাররা। WABetaInfo- এর একটি প্রতিবেদন অনুসারে, বিটা আপডেট ইতিমধ্যেই রোল আউট শুরু হয়েছে। খুব শীঘ্রই WhatsApp-এর নতুন এই পরিবর্তন সামনে আসবে। নতুন এই ফিচারের ফলে ইউজাররা, আগের chat bubble তুলনায় গোলাকার, বড় এবং আরও রঙিন chat bubble দেখতে পাবেন। এছাড়াও WhatsApp ‘disappearing messages’ ফিচারের জন্য কিছু গুরুত্বপূর্ণ টুলস সামনে এনেছে।
WABetaInfo- এর রিপোর্ট অনুসারে, ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এখন ব্যবহারকারীরা ২৪ ঘন্টা, ৭ দিন অথবা ৯০ দিন সময়কালের মধ্যে থেকে নিজের পছন্দ বেছে নেওয়ার অপশন পাবেন। নয়া এই ফিচার সম্পর্কে WhatsApp জানিয়েছে, ‘নতুন এই ফিচার ইউজাদের আরও বেশি প্রাইভেসি এবং স্পেস দেবে, নির্বাচিত সময়কালের পরে ইউজারদের চ্যাট থেকে সকল নতুন বার্তা অদৃশ্য হয়ে যাবে। চ্যাটে ইউজাররা সেটিং পরিবর্তন করতে পারবেন’। ইউজাররা, সেটিংস বিভাগে ‘Default Message Timer’ এনাবেল করতে পারবেন। এছাড়াও রিপোর্টে বলা হয়েছে, ‘disappearing messages feature’ এনাবেল করার পর ইউজাররা একটি মেসেজ পাবেন, যেখানে বলে থাকবে , ‘আপনি ‘disappearing messages feature’ এনাবেল করেছেন, XXX দিন পরে নতুন মেসেজগুলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে’।
মনে রাখা দরকার বর্তমানে সকল বৈশিষ্ট্য বিটা আপডেটে চালু রয়েছে, অদূর ভবিষ্যতে সমস্ত ব্যবহারকারীদের জন্য বৈশিষ্ট্যগুলি সামনে আনতে চলেছে WhatsApp
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন