সামনেই বড়দিন, আর তারপর বছর ঘোরার পালা। নিউইয়ার সেলিব্রেশনে মাতবেন সকলেই। তবে বাঁধ সাধছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। যদিও করোনা আবহে গত বছরের বড়দিন উদাযাপন সামান্য ফিকে হয়ে গিয়েছিল। চলতি বছরেও যে আনন্দ করার খুব একটা অবকাশ রয়েছে এমনটা নয়। আপনি সরাসরি হাজির না থেকেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের প্রিয়জনকে জানান বড়দিনের শুভেচ্ছা। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই কীভাবে আপনি শুভেচ্ছা জানাবেন জেনে নিন পদ্ধতি।
• প্রথমেই আপনি হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
• কোন নির্দিষ্ট চ্যাট বা গ্রুপ চ্যাটে ট্যাপ করুন।
• টেক্সট বারের স্মাইলি অ্যাপে ক্লিক করুন।
• এবার GIF-এর পাশে যে স্টিকার আইকনটি রয়েছে, সেখানে ক্লিক করুন।
• স্টিকার উইন্ডোর ঠিক উপরের ডান দিকে ‘+’ চিহ্নে ক্লিক করুন।
• এবার নীচের দিকে স্ক্রল করে অল স্টিকার ট্যাবে আসার পরে গেট মোর স্টিকার্স (Get More Stickers) অপশনে ক্লিক করুন।
•এবার আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে।
• সার্চ বারে এর পরে ক্রিসমাস স্টিকার্স টাইপ করুন।
• একই পদ্ধতিতে আপনি নিউইয়ার স্টিকার সার্চ করে নিতে পারেন। নিউ ইয়ার শুভেচ্ছা জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে।
আপনার সামনে স্টিকার প্যাকের একটি তালিকা এসে উপস্থিত হবে। লিস্ট থেকে আপনার পছন্দের প্যাকটি ডাউনলোড করে নিন। একবার হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড হয়ে গেলেই তা অ্যাপে যুক্ত হয়ে যাবে। এবার স্টিকার পাঠাতে আবার হোয়াটসঅ্যাপে ফেরত চলে যান। আপনার কিবোর্ডের ঠিক উপরেই দেখতে পাবেন সদ্য ইনস্টল হওয়া স্টিকার প্যাক। এবার সেটি পাঠাতে হলে জাস্ট একবার ট্যাপ করুন। তবে অ্যাপেল ফোন থেকে স্টিকার বেছে নেওয়ার আপাতত কোন পদ্ধতি নেই। কারণ অ্যাপ স্টোরে স্টিকার ডাউনলোডের কোন অপশন নেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন