Xiaomi 11i Hypercharge: নতুন বছরের শুরুতেই ভারতের বাজারে আসছে এই ফোন

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিনা এই সংস্থা।

নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিনা এই সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
NULL

আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 11i Hypercharge।

আগামী ৬ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Xiaomi 11i Hypercharge। বুধবার এই ব্যাপারে নিশ্চিত করেছে সংস্থা। চলতি বছর চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro+ এর নাম বদলে ভারতে নতুন এই ফোন লঞ্চ করতে পারে Xiaomi। টিজারে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে Xiaomi 11i Hypercharge এ থাকবে 120W ফাস্ট চার্জ সাপোর্ট এছাড়াও থাকবে ৫ জি কানেক্টিভিটি। Xiaomi 11i Hypercharge এর সঙ্গে একই দিনে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 11i। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে আসছে চিনা এই সংস্থা। Xiaomi 11i সিরিজের অধীনে লঞ্চ হবে Xiaomi 11i Hypercharge। একই সিরিজের অধীনে ভারতের বাজারে আসতে পারে Xiaomi 11i। চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro এর নাম বদলে ভারতে এই ফোন নিয়ে আসতে পারে Xiaomi। 2021 সালের অক্টোবরে চিনে লঞ্চ হয়েছিল Redmi Note 11 Pro, Redmi Note 11 Pro+ ও Redmi Note 11 5G ফোনগুলি।

Advertisment

Xiaomi 11i Hypercharge এর সম্ভাব্য স্পেসিফিকেশন-

ইতিমধ্যেই চিনে লঞ্চ হওয়া Redmi Note 11 Pro+ এর নাম বদলে ভারতে লঞ্চ হতে পারে Xiaomi 11i Hypercharge। এই কথা সত্যি হলে Xiaomi 11i Hypercharge তে থাকতে পারে একটি 6.67 ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকবে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনে থাকতে পারে MediaTEk Dimensity 920 চিপসেট। সঙ্গে থাকতে পারে 8GB RAM ও 128GB স্টোরেজ। Xiaomi 11i Hypercharge এ থাকতে পারে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরায় 108MP প্রাইমারি সেন্সর থাকতে পারে। এছাড়াও Xiaomi 11i Hypercharge এ থাকতে পারে JBL এর স্টিরিও স্পিকার, NFC সাপোর্ট ও 4,500 mAh ব্যাটারি।

এই মডেলের 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৫০০ টাকা অন্যদিকে 8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে ২৪,৯০০ টাকা। টপ ভেরিয়েন্টে 8GB RAM + 256GB স্টোরেজের দাম ২৭,৩০০ টাকা।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Xiaomi 11i Hypercharge