সোমবারের মধ্যে ১০ লক্ষ ওয়াইফাই স্পট তৈরির মডেল জমা দেবেন টেলিকম অপারেটররা। এর আগে তাঁরা এ ব্যাপারে ট্রাইয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। ডট এখন এ ব্যাপারে মধ্যস্থতা করছে। টেলিকম অপারেটরদের বক্তব্য, ট্রাই যে প্রস্তাব দিয়েছে তাতে ইতিমধ্যেই ঋণগ্রস্ত এই পরিষেবা ক্ষেত্র আরও বিপাকে পড়বে এবং জাতীয় নিরাপত্তার বিষয়টিও প্রশ্নের মুখে পড়বে।
টেলিকম অপারেটরদের এক প্রতিনিধি, নিজের নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, ডট যদি তাঁদের মডেল গ্রহণ করে, তাহলে এক বছরের মধ্যে ১০ লাখ ওয়াইফাই পাবলিক স্পটগুলি সক্রিয় হয়ে যাবে। টেলিকম সচিব সুন্দররাজন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মডেলের নিরাপত্তা সহ সমস্ত দিক খতিয়ে দেখে তবেই টেলিকম অপারেটরদের এই মডেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন :Free WiFi zone in India: ভারতে বিনামূল্যের ওয়াইফাই পরিকল্পনা কি মাঠে মারা যাবে?
সাইবার ক্যাফে গুলিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে যে নীতি বলবৎ রয়েছে, Telecom Regulatory Authority of India (TRAI) এক্ষেত্রেও একই নিয়ম সুপারিশ করেছে। যাকে বলা হবে Public Data Office Aggregator (PDOA)। পাবলিক ডেটা অফিস এগ্রিগেটর (পিডিওএ )কে গতবছরের PCOs এর সেট-আপের মতই ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া উচিত যা পাবলিক ডেটা অফিস নামে পরিচিত হবে। কিন্তু সেই প্রস্তাব টেলিকম কমিউনিকেশন দ্বারা পাস হয়ে গেলেও টেলিকম অপারেটর্স TRAI এর মডেলটি মানতে বিরোধিতা করেছে।
COAI জানিয়েছে TRAI এর PDOA ইন্টারনেট পরিষেবা পাবেন যাদের কাছে টেলিকম লাইসেন্স রয়েছে। লাইসেন্স ছাড়া গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা দিতে পারবে না স্থানীয় ইন্টারনেট সরাবরাহকারী সংস্থা গুলি।