Telegram Banned: তোলাবাজি এবং জুয়ার জন্য ব্যবহার হচ্ছে টেলিগ্রাম। ভারত সরকার মেসেজিং অ্যাপ টেলিগ্রামের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে বলে মানিকন্ট্রোল রিপোর্ট করেছে। তদন্ত অভিযোগ প্রমাণিত হলে, ভারতে নিষিদ্ধ হতে পারে বিশ্বের এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ।
তদন্তটি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারতীয় সাইবার ক্রাইম সমন্বয় কেন্দ্র (I4C) এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) দ্বারা পরিচালিত হচ্ছে।
টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে ২৪ আগস্ট প্যারিসে তাঁর অ্যাপের মডারেশন পলিসির জন্য গ্রেফতার করার পরে এই অভিযোগ সামনে আসে। মেসেজিং প্ল্যাটফর্মে অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে ব্যর্থতাও অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। তথ্যপ্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক এবং হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন এই গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন।
আরও পড়ুন স্মার্টফোনের বাজারে আলোড়ণ ফেলল Redmi, ধামাকা ফিচারের সঙ্গে পান দুর্দান্ত লুক
ভারতে কি টেলিগ্রাম নিষিদ্ধ হবে?
রিপোর্টে দাবি করা হয়েছে যে তদন্তের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। টেলিগ্রাম ভারতের তথ্যপ্রযুক্তি (আইটি) নিয়ম মেনে চলে, যার জন্য প্ল্যাটফর্মের প্রয়োজন একজন নোডাল অফিসার, একজন প্রধান কমপ্লায়েন্স অফিসার নিয়োগ করা এবং মাসিক কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা। অভিযোগের সত্যতা প্রমাণিত না হলে টেলিগ্রাম আগের মতোই ভারতে চলবে।