Tesla India: ভারতে দাপট দেখাবে টেসলা! শীঘ্রই খুলবে ব্র্যান্ডের বিরাট শোরুম। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে টেসলা মুম্বইতে কোম্পানির প্রথম শোরুম খুলতে পারে। প্রাথমিকভাবে জার্মানির বার্লিনে অবস্থিত টেসলার কোম্পানি থেকে গাড়ি আমদানির মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করবে এই সুপার কার। এর পর ধীরে ধীরে কোম্পানি দেশে তার উৎপাদন শুরু করবে।
মার্কিন ইভি নির্মাতা টেসলা শীঘ্রই ভারতে ব্যবসা শুরু করতে চলেছে। রিপোর্ট অনুসারে কোম্পানি মুম্বইতে ব্র্যান্ডের প্রথম শোরুম খোলার প্রস্তুতি নিয়েছে। এর জন্য, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) এর একটি বাণিজ্যিক টাওয়ারে ৪,০০০ বর্গফুট জায়গা লিজ নেওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শোরুমের জায়গার জন্য টেসলা প্রতি মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা ভাড়া দেবে।
গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়, টেসলা প্রধান ইলন মাস্কের সঙ্গে এক বৈঠক করেছিলেন। এরপরই ভারতে টেসলার বিক্রি ও উৎপাদন নিয়ে বিরাট পদক্ষেপ নিয়েছে মাস। প্রাথমিকভাবে জার্মানির বার্লিনে অবস্থিত কারখানা থেকে ইভি আমদানি করার পরিকল্পনা রয়েছে কোম্পানির। রিপোর্ট অনুসারে জানা গিয়েছে টেসলার বৈদ্যুতিক গাড়ির প্রারম্ভিক মূল্য হতে পারে $25,000 (প্রায় 24 লক্ষ টাকা)। আগামী কয়েক বছরের মধ্যে দেশে তাদের উৎপাদন শুরু করতে পারে টেসলা।
দেশে ইভি উৎপাদনকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি নতুন নীতি নিয়ে কাজ করছে। গত বছরের মার্চ মাসে, সরকার বিশেষ শর্ত সাপেক্ষে ইভি আমদানির উপর শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নিয়ে আসে। এর সাথে সাথে, সরকার আমদানি শুল্ক আরও কমাতে পারে। চলতি মাসেই নতুন ইভি নীতি ঘোষণা করা হতে পারে। এর জন্য প্রাপ্ত আবেদনগুলি আগামী কয়েক মাসের মধ্যে অনুমোদিত হতে পারে।
সম্প্রতি, ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে টেসলা প্রাথমিকভাবে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে বৈদ্যুতিক গাড়ি বিক্রি করার পরিকল্পনা করছে। তবে, দেশে কোন টেসলার মডেল আনা হবে তা এখনও জানা যায়নি। কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং জার্মানিতে কারখানা রয়েছে। উল্লেখ্য আমেরিকা এবং চিন টেসলার বড় বাজার।