Advertisment

কম বাজেটে দুরন্ত ফোন নোকিয়া, রেডমির

সস্তায় পুষ্টিকর ফোন এবার আপনার হাতের মুঠোয়। কী কী ফোন কিনবেন দেখে নিন একবার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাতে বাজেট খুব কম অথচ মন চাইছে বেশ লোভনীয় ফিচারের স্মার্টফোন, কী কিনবেন ভেবে পাচ্ছেন না? আপনার জন্যই রইল সমাধান। দেখে নিন কোন ফোনটি আপনার জন্য যথাযথ হবে।

Advertisment

Nokia 7.1

publive-image

Snapdragon 636 প্রসেসর এবং ৬৪জিবি স্টোরেজ নিয়ে নোকিয়ার এই ফোনটি বাজেটের দৌড়ে এগিয়ে আছে।

সঙ্গে রয়েছে 5.84-inch HDR10 এলসিডি ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা। রয়েছে 3060 mAh battery। ফোনটির অসাধারণ ডিজাইন, এবং দাম ফোনটির ইউএসপি। দাম- ১৬,৮৫০ টাকা।

Xiaomi Redmi 6A

publive-image

আপনার বাজেট ৬ হাজারের মধ্যে? কিন্তু নতুন ফিচারের ফোন কে না চায়? চিন্তা নেই, ভাবনাও নেই। মধ্যবিত্ত খরচার কথা মাথায় রেখে শাওমির এই ফোনের চাহিদা এখন সবচেয়ে বেশি।

5.45-inch HD+ ডিসপ্লে, MediaTek Helio A22 প্রসেসর, 3,000mAh battery নিয়ে এই ফোন পছন্দের তালিকায় শীর্ষে থাকবেই। দামের কথা মাথায় থাকলে নিঃসন্দেহে কিনে ফেলতে পারেন এই ফোন।

Read the full story in English

Nokia redmi
Advertisment