হাতে বাজেট খুব কম অথচ মন চাইছে বেশ লোভনীয় ফিচারের স্মার্টফোন, কী কিনবেন ভেবে পাচ্ছেন না? আপনার জন্যই রইল সমাধান। দেখে নিন কোন ফোনটি আপনার জন্য যথাযথ হবে।
Nokia 7.1
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/1200840.jpg)
Snapdragon 636 প্রসেসর এবং ৬৪জিবি স্টোরেজ নিয়ে নোকিয়ার এই ফোনটি বাজেটের দৌড়ে এগিয়ে আছে।
সঙ্গে রয়েছে 5.84-inch HDR10 এলসিডি ডিসপ্লে এবং ডুয়েল ক্যামেরা। রয়েছে 3060 mAh battery। ফোনটির অসাধারণ ডিজাইন, এবং দাম ফোনটির ইউএসপি। দাম- ১৬,৮৫০ টাকা।
Xiaomi Redmi 6A
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/redmi6ablack1.jpg)
আপনার বাজেট ৬ হাজারের মধ্যে? কিন্তু নতুন ফিচারের ফোন কে না চায়? চিন্তা নেই, ভাবনাও নেই। মধ্যবিত্ত খরচার কথা মাথায় রেখে শাওমির এই ফোনের চাহিদা এখন সবচেয়ে বেশি।
5.45-inch HD+ ডিসপ্লে, MediaTek Helio A22 প্রসেসর, 3,000mAh battery নিয়ে এই ফোন পছন্দের তালিকায় শীর্ষে থাকবেই। দামের কথা মাথায় থাকলে নিঃসন্দেহে কিনে ফেলতে পারেন এই ফোন।
Read the full story in English