Advertisment

চাঁদে গিয়ে ‘মুন ওয়াক’ রোভারের, সামনে এল প্রথম ছবি, দেখবেন নাকি?  

ISRO টুইট করে এই তথ্য দিয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Chandrayaan-3 Live, Chandrayaan-3 Landing, ISRO, Chandrayaan-3 Landing Moon, Chandrayaan-3 On Moon LIVE, Chandrayaan-3 Landing Celebration Live, S Somnath,

চন্দ্রযান-৩ ল্যান্ডার বিক্রম চাঁদে পৌঁছানোর পর রোভার প্রজ্ঞান এখন চাঁদে হেঁটে চলে বেড়াচ্ছে। ISRO টুইট করে এই তথ্য দিয়েছে। ISRO বলেছে, "মেড ইন ইন্ডিয়া, মেড ফর মুন”। সিএইচ-৩ রোভার ল্যান্ডার অবতরণের সঙ্গে সঙ্গে চাঁদে হাঁটছে ভারত!"

Advertisment

চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল (এলএম) বুধবার সন্ধ্যায় চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। ল্যান্ডার (বিক্রম) এবং রোভার (প্রজ্ঞান) নিয়ে গঠিত ল্যান্ডার মডিউলটি সন্ধ্যা ৬:০৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে একটি নরম অবতরণ করেছে। এর পরে, রোভারটিকে এখন ল্যান্ডার মডিউল থেকে সফলভাবেই বাইরে বের করা হয়েছে। এরই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। ল্যান্ডার বিক্রম থেকে রোভার প্রজ্ঞানের প্রস্থানের পর প্রথম ছবি সামনে এসেছে।

ISRO-এর টুইট- ‘রোভার ভূপৃষ্ঠে অবতরণ করল এবং ভারত চাঁদে হাঁটল’

চন্দ্রযান ৩ মিশন সম্পর্কে ISROও টুইট করেছে। এতে বলা হয়েছে, 'চন্দ্রযান ৩ এর রোভার মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য মিশন অপারেশন! রোভারটি ল্যান্ডার থেকে নেমে আসে এবং পুরো ভারত চাঁদে হেঁটে যায়। মিশনের আরও আপডেট শীঘ্রই প্রকাশিত হবে..!”

Chandrayaan 3
Advertisment